বাংলাভিশনে ‘হ্যালো বাংলাদেশ’
এবি প্রতিবেদক
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নির্মিত হয়েছে টেলিফিল্ম ‘হ্যালো বাংলাদেশ’। মাহফুজ আহমেদের পরিচালনায় এতে অভিনয় করেছেন রিচি সোলায়মান। গল্পে দেখা যাবে, বাংলাদেশের মেয়ে জেনিফারের বেড়ে ওঠা অস্ট্রেলিয়ায়। জন্মের কিছুদিন পরেই মা মারা যায়। তার যখন দেড় বছর বয়স তখন তার বাবা এক বিদেশী এনজিও কর্মীর কাছে তাকে বিক্রি করে দেয়।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নির্মিত হয়েছে টেলিফিল্ম ‘হ্যালো বাংলাদেশ’। মাহফুজ আহমেদের পরিচালনায় এতে অভিনয় করেছেন রিচি সোলায়মান। গল্পে দেখা যাবে, বাংলাদেশের মেয়ে জেনিফারের বেড়ে ওঠা অস্ট্রেলিয়ায়। জন্মের কিছুদিন পরেই মা মারা যায়। তার যখন দেড় বছর বয়স তখন তার বাবা এক বিদেশী এনজিও কর্মীর কাছে তাকে বিক্রি করে দেয়।
বিদেশী তাকে নিয়ে চলে যায় অস্ট্রেলিয়ায়। বহু বছর পর জেনিফার জানতে পারে তার জন্ম বাংলাদেশে।
এরপর থেকে সে শেকড়ের সন্ধান করে। ফেসবুকে পরিচয় হয় বাংলাদেশের ছেলে তারেকের সঙ্গে। জেনিফার-তারেকের বিয়ে উপলক্ষে কাউকে কিছু না জানিয়ে চলে আসে তারেকের গ্রামে। এমন অজপাড়াগায়ে বিদেশীর উপস্থিতি গ্রামে হৈচৈ ফেলে দেয়। ঘটতে থাকে নানা ঘটনা। এমন এক বিদেশী মেয়ের সঙ্গে তারেকের সম্পর্ক নিয়ে কাজল বিরক্ত।
এরপর থেকে সে শেকড়ের সন্ধান করে। ফেসবুকে পরিচয় হয় বাংলাদেশের ছেলে তারেকের সঙ্গে। জেনিফার-তারেকের বিয়ে উপলক্ষে কাউকে কিছু না জানিয়ে চলে আসে তারেকের গ্রামে। এমন অজপাড়াগায়ে বিদেশীর উপস্থিতি গ্রামে হৈচৈ ফেলে দেয়। ঘটতে থাকে নানা ঘটনা। এমন এক বিদেশী মেয়ের সঙ্গে তারেকের সম্পর্ক নিয়ে কাজল বিরক্ত।
তারেকের সঙ্গে তৈরি হয় তিক্ততা। তবুও সে তারেকের সাহায্যে এগিয়ে আসে। রিচি
ছাড়াও এ টেলিফিল্মে আরও অভিনয় করেন মাহফুজ আহমেদ, রূপন্তি প্রমুখ।
টেলিফিল্মেটি আজ বেলা ২টা ১০ মিনিটে বাংলাভিশনে প্রচার হবে।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন