মা হচ্ছেন ক্যাটরিনা!
এবি ডেস্ক
মা হতে চলেছেন বলিউডের সেক্স সিম্বল তারকা ক্যাটরিনা কাইফ। সাধারণত শীর্ষ গ্ল্যামারাস নায়িকদের এমন ঘটনা খুব একটা দেখা যায় না। অর্থাৎ সেক্স নির্ভর গ্ল্যামারাস নায়িকারা কখনোই মায়ের চরিত্রে অভিনয় করতে চান না। কিন্তু বলিউডের অভিনেত্রী ক্যাটরিনা সানন্দে মায়ের চরিত্রে অভিনয় করতে রাজি হয়েছেন বলে জানা গেছে।
আসলে চরিত্রটিই এমন যে তিনি তা ফেরাতে পারেননি। খবরে প্রকাশ, জাপানের একটি রহস্য উপন্যাস ‘দ্য ডিভোশন অব সাসপেক্ট এক্স’ এর গল্প দিয়ে ছবি বানাচ্ছেন পরিচালক সুজয় ঘোষ। গণমাধ্যমের খবরে জানা যায়, কলকাতার এ পরিচালকের নির্মিত চলচ্চিত্রে নারী চরিত্রকে প্রাধান্য দেয়া হয়। চলচ্চিত্রের মূল চরিত্রের জন্য তিনি মনের মতো কাউকে খুঁজছিলেন। এমন কাউকে যার অভিনয়ের দক্ষতার পাশাপাশি রয়েছে গ্লামার! শেষমেষ সিঙ্গেল মাদার অর্থাৎ বাবা ছাড়া সন্তান লালন পালন করেন যে মা।
মা হতে চলেছেন বলিউডের সেক্স সিম্বল তারকা ক্যাটরিনা কাইফ। সাধারণত শীর্ষ গ্ল্যামারাস নায়িকদের এমন ঘটনা খুব একটা দেখা যায় না। অর্থাৎ সেক্স নির্ভর গ্ল্যামারাস নায়িকারা কখনোই মায়ের চরিত্রে অভিনয় করতে চান না। কিন্তু বলিউডের অভিনেত্রী ক্যাটরিনা সানন্দে মায়ের চরিত্রে অভিনয় করতে রাজি হয়েছেন বলে জানা গেছে।
আসলে চরিত্রটিই এমন যে তিনি তা ফেরাতে পারেননি। খবরে প্রকাশ, জাপানের একটি রহস্য উপন্যাস ‘দ্য ডিভোশন অব সাসপেক্ট এক্স’ এর গল্প দিয়ে ছবি বানাচ্ছেন পরিচালক সুজয় ঘোষ। গণমাধ্যমের খবরে জানা যায়, কলকাতার এ পরিচালকের নির্মিত চলচ্চিত্রে নারী চরিত্রকে প্রাধান্য দেয়া হয়। চলচ্চিত্রের মূল চরিত্রের জন্য তিনি মনের মতো কাউকে খুঁজছিলেন। এমন কাউকে যার অভিনয়ের দক্ষতার পাশাপাশি রয়েছে গ্লামার! শেষমেষ সিঙ্গেল মাদার অর্থাৎ বাবা ছাড়া সন্তান লালন পালন করেন যে মা।
চরিত্রে অভিনয়ের জন্য তিনি বেছে নিয়েছেন
বলিউডের চকলেট গার্ল ক্যাটরিনা কাইফকে। এরি মধ্যে চিত্রনাট্য ক্যাটের হাতে
পৌঁছে গেছে। সদা হাস্যোজ্জ্বল এ মায়াবতীরও গল্পটি মনে ধরেছে বেশ। শুধু
কাগজে কলমে সব চূড়ান্ত হলেই লাইট-ক্যামেরা-একশন।
এখন পর্যন্ত সিনেমাটির নাম
ঠিক না হলেও আগামী বছরই বালাজি ফিল্মের ব্যানারে মুক্তি পেতে পারে বলে
জানা গেছে। আর ভালোয় ভালোয় এ পরীক্ষায় উতরে গেলে ক্যাটের গায়ে লেগে
থাকা আনাড়ি অভিনেত্রীর তকমাটিও ধুয়ে মুছে যাবে হয়তো। জাপানে সর্বোচ্চ
বিক্রির রেকর্ড গড়া উপন্যাসের গল্পটি অনেকটা এরকম।
স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি
হওয়ার পর মেয়েকে নিয়ে জীবন সংগ্রামে নেমেছেন এক মা। কিন্তু সাবেক স্বামী
তাদেরকে হত্যার হুমকি দিয়ে প্রতিনিয়ত টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে। একপর্যায়ে
তাকে খুন করে মুক্তি পেতে চাইলেন ওই মা। সমস্যা বাধে অন্য জায়গায়; পাশের
বাড়ির ভদ্রলোক সবকিছু জেনে যান। তিনি অবশ্য মা মেয়ের দিকে সাহায্যের হাত
বাড়ান। এরপর পাকেচক্রে গোয়েন্দারা মৃতদেহের সন্ধান পেয়ে যায়। সন্দেহের আঙুল
ওঠে মায়ের দিকে। রহস্য উদ্ধারে লেগে পড়েন অভিজ্ঞ এক গোয়েন্দা। পরে এ ঘটনায়
তা মা ফেঁসে যান।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন