জমজ সন্তানের মা হচ্ছেন জো সালদানা
এবি ডেস্ক
জমজ সন্তানের মা হতে চলেছেন অ্যাভাটারখ্যাত হলিউড অভিনেত্রী জো সালদানা। তিনি এখন তিন মাসের অন্তঃসত্ত্বা। এ সুসংবাদে দারুণ খুশি জো সালদানা ও তার স্বামী মার্কো পেরিজো। টাইমস অব ইন্ডিয়ার সূত্র মতে, জো সালদানা একটি নয়, দুটি জমজ সন্তানের জন্ম দিতে চলেছেন। ২০১২ সালে এক সাক্ষাৎকারে ৩৬ বছর বয়সী এ অভিনেত্রী জানিয়েছিলেন, দুই থেকে পাঁচটি সন্তানের মা হতে চান তিনি।
জমজ সন্তানের মা হতে চলেছেন অ্যাভাটারখ্যাত হলিউড অভিনেত্রী জো সালদানা। তিনি এখন তিন মাসের অন্তঃসত্ত্বা। এ সুসংবাদে দারুণ খুশি জো সালদানা ও তার স্বামী মার্কো পেরিজো। টাইমস অব ইন্ডিয়ার সূত্র মতে, জো সালদানা একটি নয়, দুটি জমজ সন্তানের জন্ম দিতে চলেছেন। ২০১২ সালে এক সাক্ষাৎকারে ৩৬ বছর বয়সী এ অভিনেত্রী জানিয়েছিলেন, দুই থেকে পাঁচটি সন্তানের মা হতে চান তিনি।
আর নিজের সেই পরিকল্পনা এবার
সফল বাস্তবায়নের দিকে যাচ্ছে। সূত্র মতে, ২০১৩ সালে সালদানা ও পেরিজো
গোপনে বিয়ে করেন। আর একই সঙ্গে তার বোন ম্যারিয়েলও মা হতে চলেছেন। তাই
সালদানার পরিবারে এখন ডবল সেলিব্রেশন।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন