, , No Comments

মেয়েরা মা হতে পুরুষের প্রয়োজন নেই!

Logoআপডেট: শনিবার, ০২ আগস্ট, ২০১৪
এবি ডেস্ক
মা হতে কোনো মেয়েরই পুরুষের প্রয়োজন নেই বলে মনে করেন ২৯ বছর বয়সী পপতারকা কেটি পেরি। তার মতে, মা হতে গেলে আবার বাবা লাগে নাকি! তিনি মনে করেন- পৃথিবীতে মা হতে বাবার দরকার কী!

বৈবাহিক জীবন কাটানো ছাড়াই মা হতে চান তিনি। কেটি বলেছেন, ‘আমি যদি কোনো পুরুষের প্রয়োজন ছাড়াই মা হতে চাই তাহলে কি পৃথিবীটা উল্টে যাবে নাকি! এটা ২০১৪! আমরা তো ভবিষ্যতে বাস করছি।

এই সময়ে এসে আমাদের কারও ওপর নির্ভর করার প্রয়োজন নেই। আমার বেলায়ও ব্যাপারটা একই। কিন্তু আমাদের চারপাশটা দেখে যেতে হবে। আমি পুরুষ-বিরোধী নই, ছেলেদের ভালো লাগে আমার। কিন্তু কেউ যদি নিজের প্রয়োজনীয়তা প্রমাণ করতে না পারে তাহলে কীইবা করার আছে। আর আমি যখন মা হতে চাইব তখন তো প্রেমিক বা স্বামী আমার পাশে না-ও থাকতে পারে!’
যুতসই পুরুষের জন্য অপেক্ষায় না থেকে মা হওয়ার জন্য উপযুক্ত সময়ের দিকে তাকিয়ে থাকতে চান কেটি। 
তার ভাষ্য, ‘যথাসময়ে মা হতে চাই। তবে এখনই নয়, তবে মা হওয়ার সময় এলে সেদিকেই শতভাগ মনোযোগ দিবো। সন্তানকে নিয়ে সংগীত সফরে ঘুরে বেড়াতে ভালো লাগবে না আমার। কিছুদিন আগে ডিজে ডিপলোর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন কেটি। এর আগে ২০১০ সালে ব্রিটিশ অভিনেতা রাসেল ব্র্যান্ডকে ভালোবেসে বিয়ে করেছিলেন তিনি। কিন্তু ওই বিয়ে দুই বছরের বেশি টেকেনি। তথ্যসূত্র- নিউইয়র্ক পোস্ট।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন