ঢাকায় আসছেন 'ওয়াকা ওয়াকা' খ্যাত শাকিরা
এবি প্রতিবেদক
গানে গানে বাংলাদেশী অগণিত দর্শকভক্তদের মাতাতে শীঘ্রই ঢাকায় আসছেন বিশ্বখ্যাত পপস্টার শাকিরা। জানা গেছে, এ বছরের ডিসেম্বর বা আগামী বছরের জানুয়ারিতে কলম্বিয়ান এই পপতারকা বাংলাদেশে আসার সম্ভাবনা রয়েছে।
গানে গানে বাংলাদেশী অগণিত দর্শকভক্তদের মাতাতে শীঘ্রই ঢাকায় আসছেন বিশ্বখ্যাত পপস্টার শাকিরা। জানা গেছে, এ বছরের ডিসেম্বর বা আগামী বছরের জানুয়ারিতে কলম্বিয়ান এই পপতারকা বাংলাদেশে আসার সম্ভাবনা রয়েছে।
২০১০ বিশ্বকাপ ফুটবলে 'ওয়াকা ওয়াকা' আর এ বছর ব্রাজিলে অনুষ্ঠিত
বিশ্বকাপের সমাপনীতে 'লা লা লা' গানটি গেয়ে গোটা দুনিয়া আলোড়ন তুলেছেন
শাকিরা। ৩৭ বছর বয়সী এই সংগীতশিল্পী গান গাইতে ঢাকায় এলে তা হবে স্মরণীয় ঘটনা।
তার আগেই ঢাকায় আসবে বিখ্যাত ব্যান্ড স্করপিয়ন্স। শাকিরা ও স্করপিয়ন্সকে
বাংলাদেশে নিয়ে আসার পরিকল্পনা করেছে দেশের ক্ষমতাধর ইভেন্ট ম্যানেজমেন্ট
প্রতিষ্ঠান অন্তর শোবিজ লিমিটেড। প্রতিষ্ঠানটি এর আগে শাহরুখ খানকে ঢাকায়
এনে ব্যাপক আলোচনায় আসে।
অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী এ বিষয়ে
আমার বিনোদনকে বলেন, 'বাংলাদেশে শাকিরার মতো বিশ্ব বিখ্যাত তারকাকে নিয়ে
কোন আয়োজন করা মানে ব্যাপক প্রস্তুতি দরকার। আমরা তাকে নিয়ে আসবো এটা
নিশ্চিত। শাকিরাকে ঘিরে এ দেশের ইতিহাসে সবচেয়ে একটি বড় অনুষ্ঠান আয়োজন
করতে চাই আমরা। তবে কবে, কখন, কোথায় কনসার্টটি হবে সে ব্যাপারে এখনও
নিশ্চিত করে কিছু বলতে পারছিনা।'
স্বপন চৌধুরী বলেন, ‘সংগীত পরিবেশন করতে জার্মানির বিখ্যাত রকব্যান্ড স্করপিয়ন্স নভেম্বরে আসার কথা রয়েছে। এর প্রক্রিয়াও অনেকদূর এগিয়ে নিয়েছি। কিছুদিনের মধ্যেই আমরা সব চূড়ান্ত করে আনুষ্ঠানিক ঘোষণা দেবো।' উল্লেখ্য, কয়েক বছর আগে শাকিরা জাতিসংঘের শরণার্থী বিষয়ক দূত হিসেবে সিডর দুর্গতদের পরিদর্শন করতে বাংলাদেশে এসেছিলেন।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন