, , No Comments

লন্ডনে ২ দিনব্যাপী শাহ আবদুল করিম উৎসব

Logoআপডেট: শনিবার, ০২ আগস্ট, ২০১৪
এবি প্রতিবেদক
নবীন প্রজন্মের প্রবাসী বাংলাদেশিদের মধ্যে বাংলাদেশের সঙ্গীত, লোক ঐহিত্য ও সংস্কৃতিকে ছড়িয়ে দিতে বিভিন্ন আয়োজনের অংশ হিসেবে 'সেলিব্রেশন অব ব্রিটিশ বাংলাদেশি কালচার’ ৩ ও ৪ আগস্ট লন্ডনের অক্সফোর্ডশ্যায়ারে হেইথ্রোপ পার্ক রিসোর্ট মিলনায়তনে আয়োজন করেছে ২ দিনব্যাপী বাউল সম্রাট শাহ আবদুল করিম উৎসব।

জানা গেছে, এ উৎসবে শাহ আবদুল করিমের জনপ্রিয় গানগুলো ইউরোপের নবীন শিল্পীরা গেয়ে শোনাবেন। পরে সেখান থেকে সেরা তিন শিল্পীকে বেছে নেয়া হবে। উৎসবের বিশেষ প্রতিযোগিতায় বিজয়ী শিল্পী পাবেন ১০ হাজার পাউন্ড। আল হারমাইন ও ক্লিফটন গ্রুপের সৌজন্যে এ পুরস্কার প্রদান করা হবে। নগদ অর্থের পাশাপাশি বিজয়ী শিল্পী আরো পাবেন স্মলগ্রুপ পিকচার্সের সৌজন্যে ভিডিও সিডি।
অন্যদিকে দ্বিতীয় পুরস্কার বিজয়ী পাবেন দ্য সিনামোন ট্রির সৌজন্যে ৩ হাজার পাউন্ড। আর ওরো মোবাইলের সৌজন্যে তৃতীয় পুরস্কার বিজয়ী পাবেন ১ হাজার পাউন্ড। বিজয়ী শিল্পীদের নিয়ে আয়োজকদের বিভিন্ন মাধ্যমে অনুষ্ঠান আয়োজনসহ ট্যুর আয়োজনেরও পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে। এর আগে দেশের বাইরে আবদুল করিম তা তাঁর শিল্পযজ্ঞ নিয়ে এতো বড় পরিসরে কোনো উৎসবের আয়োজন করা হয়নি। 'সেলিব্রেশন অব ব্রিটিশ বাংলাদেশ কালচার'র আয়োজিত উৎসবের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী ও লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মিজারুল কায়েস।

এ প্রতিযোগিতায় প্রবাসী শিল্পীদের পাশাপাশি বিচারকের দায়িত্ব পালন করবেন জনপ্রিয় সঙ্গীত পরিচালক হাবিব ওয়াহিদ। ইতোমধ্যে তিনি লন্ডনের উদ্দেশে রওনা হয়েছেন। এ প্রসঙ্গে হাবিব ওয়াহিদ বলেন, 'বিদেশের মাটিতে বাউল সম্রাট শাহ আবদুল করিমের গান নিয়ে প্রতিযোগিতা আয়োজনের বিষয়টি সত্যিই আমাদের জন্য আনন্দের। এর বিচারক হিসেবে আমন্ত্রণ পাওয়ায় আমি গর্বিত। ইতোমধ্যে ইউরোপের অনেক বাঙালি এ প্রতিযোগিতায় নাম লিখিয়েছেন। আশা করি আমি আমার দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারব।'

উল্লেখ্য, প্রায় দেড় হাজার জনপ্রিয় গান শ্রোতাদের উপহার দিয়েছেন প্রয়াত বাউল সম্রাট শাহ আবদুল করিম। সঙ্গীত অঙ্গনে বিশেষ অবদান রাখায় তিনি একুশে পদকও লাভ করেছেন। তার গানে মা-মাটি ও মানুষের কথা সুস্পষ্টভাবে উঠে এসেছে।


0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন