বিয়ের পিঁড়িতে বসলেন হৃদয়-সুজানা
এবি প্রতিবেদক
দীর্ঘদিনের প্রেমের অবসান ঘটিয়ে এবার বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী হৃদয় খান ও তার প্রেমিকা সুজানা জাফর। শনিবার তাদের বিয়ের আকদের আনুষ্ঠানিকতা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন হৃদয় খান নিজেই তার ফেসবুক পাতায়। তিনি লিখেছেন, ‘ঘরোয়াভাবেই আমাদের আকদ টা হলো।
ইনশাল্লাহ এই বছরই প্রোগ্রাম করবো সবাইকে নিয়ে। আমাদের জন্য দোয়া করবেন সবাই। (Ghoroa bhabei amader akht ta holo. Inshallah ai bochor e program korbo shobay ke niye. Amader jonno doa korben shobay)
দীর্ঘদিনের প্রেমের অবসান ঘটিয়ে এবার বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী হৃদয় খান ও তার প্রেমিকা সুজানা জাফর। শনিবার তাদের বিয়ের আকদের আনুষ্ঠানিকতা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন হৃদয় খান নিজেই তার ফেসবুক পাতায়। তিনি লিখেছেন, ‘ঘরোয়াভাবেই আমাদের আকদ টা হলো।
ইনশাল্লাহ এই বছরই প্রোগ্রাম করবো সবাইকে নিয়ে। আমাদের জন্য দোয়া করবেন সবাই। (Ghoroa bhabei amader akht ta holo. Inshallah ai bochor e program korbo shobay ke niye. Amader jonno doa korben shobay)
উল্লেখ্য, প্রায় চার বছর আগে হৃদয় খানের একটি গানে মডেল হিসেবে কাজ করেছিলেন র্যাম্পের মেয়ে সুজানা। সেখান থেকেই পরিচয়, আর সেই পরিচয়কে পরিণয়ের রূপ দিলেন সুজানা। দীর্ঘদিন ধরেই হৃদয়-সুজানার মধ্যে বন্ধুপূর্ণ সম্পর্ক চলে আসছে। তবে হৃদয় খান গানে গানে বেশ কয়েকবার ভালোবাসার কথা বললেও, তাতে সাড়া দেননি সুজানা। কারণ তার চোখে হৃদয় খান অনেক ভালো একজন বন্ধু।
তাছাড়া হৃদয় খানের চেয়ে প্রায় সাত বছরের বড় সুজানা। কিন্তু সময়ের
সঙ্গে সঙ্গে সুজানাও অনুভব করতে শুরু করেন হৃদয় ছাড়া তার চলবে না। অবশেষে
গত ১০ জুলাই বৃহস্পতিবার হৃদয় খান নিজের ফেসবুক পেজে তার ভালোবাসায় সুজানার
সাড়া দেয়ার কথা প্রকাশ করেন।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন