, , No Comments

এবার নার্গিস ফাখরির প্রেমে মজেছে সালমান!

Logoআপডেট: রবিবার, ০৩ আগস্ট, ২০১৪
এবি ডেস্ক
বলিউডে পা রাখার পর থেকে একের পর এক চুটিয়ে প্রেম করে যাচ্ছেন জনপ্রিয় অভিনেতা সালমান খান। এবার নার্গিস ফাখরির প্রেমে পড়লেন এই বলিউড সুপারস্টার। সালমানের ‘কিক’ ছবির আইটেম গানে অংশ নিয়ে দারুণভাবে আলোচিত হচ্ছেন নার্গিস।

গানটিতে সালমানের সঙ্গে ঘনিষ্ঠভাবে পারফর্মও করেছেন তিনি। গানটির জন্য সাল্লুই নার্গিসকে নির্বাচন করেছিলেন। পরিচালক সাজিদ নাদিয়াদওয়ালাও বন্ধু সালমানের কথামতো নার্গিসকে গানটির জন্য নিয়ে সুফল পেয়েছেন। এরই মধ্যে গানটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে।

‘কিক’ এরই মধ্যে প্রথম চার দিনে আয়ের দিক দিয়ে এক শ’ কোটির ঘর অতিক্রম করেছে। ধারণা করা হচ্ছে, চলতি বছর তথা বলিউডের ইতিহাসের অন্যতম ব্যবসা সফল ছবিতেই শেষ পর্যন্ত পরিণত হবে এটি। আর এসব মিলিয়ে সালমানকে ঘিরেই এখন স্বপ্ন দেখছেন নার্গিস।

জানা গেছে, ঈদের উপহারও সালমানকে পাঠিয়েছেন এই অভিনেত্রী। তাছাড়া ঈদের দিন ফোন করে সালমানকে শুভেচ্ছাও জানিয়েছেন তিনি। এর আগে সালমানের সঙ্গে একাধিকবার পাওয়া গেছে নার্গিসকে। নার্গিস নিজেও সালমানের প্রেমে পড়ার কথা স্বীকার করেছেন। এ বিষয়ে তার খোলামেলা বক্তব্য হচ্ছে, “সালমানের প্রেমে পড়েছিলাম যখন প্রথমবার ‘হ্যালো ব্রাদার’ ছবিটি দেখি। এরপর তার সব ছবিই আমার দেখা হয়েছে। 
আমার স্বপ্নের নায়ক তিনি। স্বপ্নের নায়কের সান্নিধ্য অবশেষে আমি পেয়েছি ‘কিক’ ছবিতে। এটা আমার জন্য অনেক বড় ব্যাপার। তবে আমি সালমানের সান্নিধ্য আরো পেতে চাই। পরবর্তীতেও আমি  সালমানের সঙ্গে কাজ করতে চাই। তাহলে আমার লুকায়িত ও একতরফা প্রেম কিছুটা হলেও সার্থক হয়েছে বলেই মনে করব।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন