বংলাদেশে আসছেন মুনমুন সেন
আপডেট:
শনিবার, ১৯ জুলাই, ২০১৪
মায়ের ভিটা দেখতে দুই মেয়ে রিয়া ও রাইমা সেনকে নিয়ে বাংলাদেশে আসছেন সুচিত্রা সেনের কন্যা মুনমুন সেন। পাবনার গোপালপুরে সুচিত্রা সেনের পৈতৃক ভিটা দখলমুক্ত করা ও সেই বাড়িতে মায়ের নামে সংগ্রহশালা নির্মাণের উদ্যোগ নেওয়ায় বাংলাদেশ সরকারকে কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। জানা গেছে, পাবনার সংগ্রহশালার নির্মাণকাজ শুরুর আগেই পাবনা যাওয়ার চেষ্টা করবেন মুনমুন। সংগ্রহশালায় সুচিত্রা সেনের কিছু ছবি এবং ব্যবহৃত সামগ্রী দেওয়ার ‘ইচ্ছা’ আছে তার। দুই মেয়ে অভিনয়ের ফাঁকে সুযোগ পেলেই তাদের নিয়ে মায়ের ভিটা দেখতে যাবেন তিনি। ১৯৩১ সালের ৬ এপ্রিল জন্ম নেয়া সুচিত্রার শৈশব-কৈশোর কাটে পাবনা শহরের গোপালপুর মহল্লার হেমসাগর লেনের বাড়িটিতে। ১৯৮৭ সালে তৎকালীন জেলা প্রশাসক সাইদুর রহমান বাড়িটি বাৎসরিক চুক্তি ভিত্তিতে ইমাম গাজ্জালী ট্রাস্টকে ইজারা দেন। এ ট্রাস্টের সঙ্গে জড়িত রয়েছেন জামায়াত নেতা ও যুদ্ধাপরাধের মামলায় বিচারাধীন আব্দুস সুবহান।
বাড়িটি ‘দখলমুক্ত’ করতে আন্দোলন ও আইনী লড়াই করেন বিভিন্ন ব্যক্তি ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন। ২০১১ সালে একটি রিটের পরিপ্রেক্ষিতে বাড়িটি সরকারের দখলে নেওয়ার নির্দেশ দেয় হাইকোর্ট। কিন্তু আপিল বিভাগ হাইকোর্টের সে আদেশের ওপর স্থগিতাদেশ প্রদান করে। চলতি বছর ৪ মে দখলদারদের করা লিভ টু আপিল খারিজ করে দেন উচ্চ আদালত। ১০ জুলাই জেলা প্রশাসকের কাছে বাড়িটি হস্তান্তর করে ইমাম গাজ্জালী ট্রাস্ট কর্তৃপক্ষ।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন