লুঙ্গি ড্যান্স করবেন সানি লিওন

, , No Comments

লুঙ্গি ড্যান্স করবেন সানি লিওন

Logoআপডেট:
বুধবার, ১৬ জুলাই, ২০১৪




1

এবি ডেস্ক
বলিউডের
বেবিডল সানি লিওনকে এবার দেখা যাবে লুঙ্গি পরা অবস্থায়। বিকিনি বাদ দিয়ে
এবার লুঙ্গি পরতে চলছেন এ তারকা। জানা গেছে, সানি এক তেলেগু ছবিতে কমেডি
চরিত্রে অভিনয় করবেন। আর এ ছবিতেই লুঙ্গি ড্যান্স করতে দেখা যাবে তাকে।
সানির আপকামিং তেলেগু ছবির নাম ‘থিগা’। এ গানের শ্যুটিং হায়দ্রাবাদে করা
হয়েছে। এ গানে লুঙ্গির সঙ্গে সানি স্পোর্টস শুও পরেছেন। যদিও ছবিতে সানি
একজন শিক্ষিকার চরিত্রে অভিনয় করছেন এবং গোটা ফিল্মে তাকে শাড়ি পরেই দেখা
যাবে।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন