, , No Comments

তিন ভাষায় মুক্তি পাচ্ছে হৃত্বিক -ক্যাটরিনার ‘ব্যাং ব্যাং’

Logoআপডেট: শনিবার, ১৯ জুলাই, ২০১৪
এবি ডেস্ক
আগামী ২ অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে হৃত্বিক রোশন এবং ক্যাটরিনা কাইফ অভিনীত ‘ব্যাং ব্যাং’ ছবিটি। সিদ্ধার্থ আনন্দের পরিচালিত ছবিটি হিন্দি, তামিল ও তেলেগু এ তিনটি ভাষায় দেখা যাবে।
ফক্স স্টার স্টুডিওর সিইও বিজয় সিং এ বিষয়ে গণমাধ্যমকে বলেন, ‘ব্যাং ব্যাং সিনেমাটিকে দেশের প্রতিটি প্রান্তের মানুষের কাছে পৌঁছে দেয়ার জন্য এ পদক্ষেপ গ্রহণ করেছি। আমরা আপাতত প্রথম পদক্ষেপ হিসেবে হিন্দি ছাড়া তামিল ও তেলেগু এ দুটি ভাষায় করেছি সিনেমাটি।
প্রযোজনা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এরপর থেকে তারা বেশি খরচের সিনেমা এবং ভালো সিনেমা যত বেশি সম্ভব স্বদেশি ভাষায় রিলিস করানোর চেষ্টা করবে। ‘ব্যাং ব্যাং’ ছবিটি কেবলমাত্র ভারতে নয়, সমগ্র বিশ্ব জুড়েই মুক্তি পাবে এমনটাই জানা গেছে। ভারতীয় সিনেমাকে আন্তর্জাতিক ক্ষেত্রে নিয়ে যাওয়ার জন্য এখন বলিউডের প্রযোজকরা প্রায় সব ছবিকেই দেশের বাইরেও মুক্তি দেয়ার চেষ্টা করছেন। সিদ্ধার্থ আনন্দের এ অ্যাকশন প্যাক ছবিটি ভারত ছাড়াও থাইল্যান্ড, আবু ধাবি এবং প্রাগে দৃশ্যধারন করা হয়েছে।


0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন