নাটকপাড়ায় শুক্রবার নাগরিকের ‘নাম গোত্রহীন’
আপডেট:
বুধবার, ১৬ জুলাই, ২০১৪
বুধবার, ১৬ জুলাই, ২০১৪
দেশের সনামধন্য থিয়েটার দল নাগরিক নাট্য সম্প্রদায় মঞ্চে আনলো দলের নতুন নাটক ‘নাম গোত্রহীন’।
পাকিস্তানি লেখক সাদাত হাসান মান্টোর তিনটি ছোটগল্প নিয়ে পান্ডুলিপি
তৈরির পাশাপাশি নাটকটির নির্দেশনা দিয়েছেন কলকাতার প্রখ্যাত নাট্যজন ঊষা
গাঙ্গুলী।
১৮ জুলাই সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীস্থ
জাতীয় নাট্যশালার মূল মঞ্চে প্রদির্শত হবে মঞ্চাঙ্গেনর বহুল প্রত্যাশিত এই
নাট্য প্রযোজনা।
উল্লেখ্য, ২৬ জুন একই হলে উদ্বোধনী প্রদর্শনীর মধ্য দিয়ে মঞ্চে আসে
তারকাখচিত এ নাটকটি। এতে অভিনয় করেছেন- নাট্যজন সারা যাকের, অপি করিম,
পান্থ শাহরিয়ার ও শ্রিয়া সর্বজয়া।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন