, , No Comments

ঈদে তৌকীর-বিপাশার দুই নাটক

Logoআপডেট:
বুধবার, ২৩ জুলাই, ২০১৪




2

এবি প্রতিবেদক
পবিত্র ঈদুল ফিতরে জোড়া নাটক নিয়ে ফিরছেন জনপ্রিয় অভিনয়শিল্পী ও নির্মাতা তৌকীর আহমেদ এবং বিপাশা হায়াত।
নাটকগুলো
হচ্ছে 'বেঁচে থাকার গান' ও 'স্বর্গপুরী'। 'বেঁচে থাকার গান' নাটকটি রচনা
করেছেন তৌকীর আহমেদ এবং 'স্বর্গপুরী' নাটকটি রচনা করেছেন বিপাশা হায়াত। আসছে
ঈদে এসএ টিভিতে প্রচার হবে 'বেঁচে থাকার গান' এবং 'চ্যানেল আই'তে
'স্বর্গপুরী'। 
এ প্রসঙ্গে তৌকীর আহমেদ বলেন, 'ঈদ এলে দর্শকের কথা মাথায়
রেখে কিছু ভালো নাটক নির্মাণের চেষ্টা করি। আমার প্রতিটি নাটকই দর্শকের
কাছে উপভোগ্য হবে।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন