স্বপ্নদলের পাঁচ দিনব্যাপী ‘সেলিম আল দীন জন্মোৎসব’

, , No Comments

স্বপ্নদলের পাঁচ দিনব্যাপী ‘সেলিম আল দীন জন্মোৎসব’

Logoআপডেট:
বুধবার, ১৬ জুলাই, ২০১৪




4

এবি প্রতিবেদক
প্রয়াত
নাট্যাচার্য সেলিম আল দীন-এর ৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে ড. সেলিম আল দীন ও
তাঁর শিল্প-ঐতিহ্যের ধারক প্রতিশ্রুতিশীল নাট্যসংগঠন স্বপ্নদল ১৬
আগস্ট-২০১৪ থেকে ঢাকা ও ময়মনসিংহে আয়োজন করতে যাচ্ছে পাঁচ দিনব্যাপী
‘নাট্যাচার্য সেলিম আল দীন জন্মোৎসব-২০১৪’।
উৎসবের উদ্বোধনী, দ্বিতীয় এবং সমাপনী দিবসের অনুষ্ঠানমালা ঢাকাস্থ
বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় এবং তৃতীয় ও চতুর্থ দিবসের
অনুষ্ঠানমালা ময়মনসিংহ শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত হবে।
সেলিম আল
দীনের দর্শন তথা হাজার বছরের ঐতিহ্যের ধারায় আধুনিক বাঙলা নাট্যরীতি বিষয়ক
সচেতনতা কেবল রাজধানীতেই সীমাবদ্ধ না রেখে বরং তা সমগ্র দেশে ছড়িয়ে দেওয়ার
অনবদ্য আকাক্সক্ষা থেকেই একই সঙ্গে ঢাকা ও ঢাকার বাইরে বর্ণাঢ্য এ উৎসব
আয়োজন বলে জানিয়েছেন স্বপ্নদলপ্রধান জাহিদ রিপন।
তাৎপর্যপূর্ণ এ আয়োজনের সম্ভাব্য কর্মসূচিতে থাকছে- সেলিম আল দীন কৃত
‘হরগজ’ (স্বপ্নদল), ‘ফেস্টুনে লেখা স্মৃতি’ (স্বপ্নদল), ‘জ-িস ও বিধি
বেলুন’ (থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগ, কাজী নজরুল ইসলাম
বিশ্ববিদ্যালয়, ত্রিশাল), ‘যৈবতী কন্যার মন’ (জাহাঙ্গীরনগর থিয়েটার, জাবি)
প্রভৃতি নাট্যপ্রযোজনা মঞ্চায়ন, ‘চর্যাগানের দল’ (সখিপুর, টাঙ্গাইল) ও
‘কিস্সা কাহিনি’ (ঢাকা)-র পরিবেশনায় সঙ্গীতানুষ্ঠান, নাট্যাচার্যের জীবন ও
শিল্পকর্ম বিষয়ক আলোচনা, নাট্যাচার্য সেলিম আল দীনের শিল্পভাবনা বিষয়ক
দু’টি সেমিনার ও একটি কর্মশালা, নাট্যাচার্য সেলিম আল দীন স্মারক পদক
প্রদান ও পদকপ্রাপ্তর হাত থেকে ‘হরগজ’-এর গ্রন্থিকদের রজত-মঞ্চায়ন স্মারক
প্রদান, নাট্যাচার্যকে উৎসর্গ করে রচিত সঙ্গীত-কোরিওগ্রাফি পরিবেশনা,
পোস্টার-আলোকচিত্র-ভিডিও প্রদর্শনী, নাট্যাচার্যের প্রতিকৃতি ও পুষ্পার্ঘ্য
সহকারে উৎসব চত্ত্বরসমূহ সজ্জা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেলিম আল
দীনের সমাধি অভিমুখে স্মরণ শোভাযাত্রা ও পুষ্পাঞ্জলি নিবেদন প্রভৃতি।  
প্রসঙ্গত,
নাট্যাচার্য সেলিম আল দীন রবীন্দ্রোত্তরকালের অনন্যসাধারণ নাট্যকার হিসেবে
স্বীকৃত হলেও অত্যন্ত দুরূহ বিধায় নবীন দলগুলোর মধ্যে একমাত্র স্বপ্নদলই
নিয়মিতভাবে সেলিম আল দীনের চর্চা করে থাকে। এ ধারাবাহিকতায় সেলিম আল দীনের
পুণ্যস্মৃতির প্রতি শ্রদ্ধানিবেদনে স্বপ্নদল বিভিন্ন সময়ে নয়বার ‘সেলিম আল
দীন উৎসব’ সম্পন্ন করেছে।



0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন