কবিতা : কাঁটা

, , No Comments

কবিতা : কাঁটা

Logoআপডেট:
মঙ্গলবার, ১৫ জুলাই, ২০১৪





ফারুক হোসেন শিহাব



বলেছিলে ভুলে যেতে এই জনমের তরে
তাই তো আজি ভুলে গেলাম মনের অগোচরে।
শুধু তোমায় গানে ভাবি- প্রাণে ভাবি আজো
ভুলতে গেলেও মনের কোনে কেবল তুমি বাঝো।

ভুলে যাওয়ার পরও তোমার স্মৃতির দলাদলি
মনের মাঝে আকড়েঁ থাকো সেথায় চোরা গলি।
এইটুকু ভুল হলো আমার তোমায় ভুলতে গিয়ে
যখন তখন আজো ভাবি হাজার স্মৃতির ভীড়ে।

বয়ে বেড়াই আজো তোমার ফেলে যাওয়া কাঁটা
দু’জন মিলে দীর্ঘ্য সময় একটা পথে হাঁটা।
গাছের ছায়ায় স্বপ্ন মায়ায় কত কি-যে বলতে
অভিমানের ছলে আবার নিজে নিজেই টলতে।

ভুলতে গিয়েও আজো পুষি তোমার পদচিহ্ন
আবার ভাবি স্বার্থপথে নারি এতো ঘৃণ্য?
মনের কোনে পুঁজো করি তোমার দেওয়া কষ্ট
তোমার হাতে আমায় সোপে হলেম যে পথভ্রষ্ট।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন