মনপুরা জুটি এবার ছোট পর্দায়
আপডেট:
বুধবার, ১৬ জুলাই, ২০১৪
বুধবার, ১৬ জুলাই, ২০১৪
অবারও
একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন 'মনপুরা' জনপ্রিয় জুটি চঞ্চল চৌধুরী এবং
ফারহানা মিলি। মনপুরাতে অসাধারন অভিনয়ের মাধ্যেমে দর্শকের দৃষ্টি কাড়তে
সক্ষম হয়েছেন এই তারকাজুটি। এবার তাদের দেখা যাবে ছোট পর্দায়। সম্প্রতি
সাঈফ আহমেদের পরিচালনায় একটি নাটকে অভিনয় করছেন তারা।
নাম চূড়ান্ত
না হওয়া নাটকটির শুটিং এরই মধ্যে শেষ হয়েছে। দীর্ঘদিন পর একসঙ্গে অভিনয়
করতে পেরে তারা বেশ উচ্ছ্বসিত। এ প্রসঙ্গে মিলি বলেন, 'কাজটি করতে আমার
ভীষণ ভালোলেগেছে। মনপুরার সেই দিনগুলো বারবার মনে পড়ছিল।' চঞ্চল বলেন,
'মিলির সঙ্গে আবার অভিনয় করে ভালো লেগেছে।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন