আর্জেন্টিনার কোটি সমর্থকদের কাঁদিয়ে শিরোপা ঘরে তুললো জার্মানি

, , No Comments

আর্জেন্টিনার কোটি সমর্থকদের কাঁদিয়ে শিরোপা ঘরে তুললো জার্মানি

Logoআপডেট:
সোমবার, ১৪ জুলাই, ২০১৪




5

এবি- ক্রীড়া ডেস্ক
দীর্ঘ
দুই যুগ পর বিশ্বকাপ জয় করে নতুন ইতিহাস গড়ল জার্মানি। এর আগে ১৯৫৪, ১৯৭৪ ও
১৯৯০ সালে বিশ্ব চ্যাম্পিয়ান হয়েছে তারা। ১৯৯০ সালের বিশ্বকাপের ফাইনালে
ম্যারাডোনার আর্জেন্টিনাকে হারিয়েই সর্বশেষ শিরোপা জিতেছিল জার্মানি।



ইউরোপ মহাদেশের এ দেশ এর পুনরাভৃত্তি ঘটাতে সক্ষম হয়েছে। এর আগে ১৩
জুলাই বাংলাদেশ সময় রাত ১টায় ব্রাজিলের বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে
আর্জেন্টিনার মুখোমুখি হয়ে ১-০ গোলের জয় নিয়ে চতুর্থবারের মত শিরোপা ঘরে
তুলল জার্মানি।



খেলার নির্ধারিত ৯০ মিনিট কেটে যায় গোলশূন্য অবস্থায়। এর পর খেলা গড়ায়
অতিরিক্ত ৩০ মিনিটে। তবে দুদলই একাধিক সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি।

দ্বিতীয়ার্ধের
৩০ মিনিটে হিগুয়েনের গোলটা অফসাইড না হলে আর্জেন্টিনা এগিয়ে যেতে পারত।
লিওনেল মেসি এ সুযোগটা হাতছাড়া করেছে। ডি বক্সের বাম প্রান্ত থেকে নিউয়ারকে
একা পেয়েও বলটা জালে জড়াতে পারেননি মেসি।

নির্ধারিত সময় শেষে
অতিরিক্ত ৩০ মিনিটের খেলায় প্যালাসিও এমনই একটা সুযোগ পেয়েছিলেন। কেবল
প্লেসিং করতে পারলেই গোল পেয়ে যেত আর্জেন্টিনা। ফাইনালের মতো ম্যাচে যেখানে
একটা সুযোগ পাওয়াই দুষ্কর সেখানে দুই দলই অসংখ্য সুযোগ নষ্ট করেছে। তবে
ফাইনাল ম্যাচটির শেষ বাঁশি বাজার আগে একটি ফ্রি কিক থেকে সমতা ফেরানোর একটা
সুযোগ পেয়েছিলেন লিওনেল মেসি। কিন্তু শটটি মারলেন অনেক উপর দিয়ে। তবে
মাশুলটা গুনতে হলো আর্জেন্টিনাকেই। অবশেষে ১১৩ মিনিটে মারিও গোটজের গোলে
চতুর্থবারের মতো শিরোপা অর্জন করল জার্মানি। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন-
মারিও গোটজে। সান্ত¡না হিসেবে গোল্ডেন বলের পুরস্কারটা পেয়েছেন মেসি।

জার্মানি-আর্জেন্টিনার
এ লড়ায়ের মধ্যদিয়েই ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরের মারাকানা স্টেডিয়ামেই
এক মাস পর আনুষ্ঠানুকিভাবে পর্দা নামলো বিশ্বকাপ ফুটবল- ২০১৪ এর। ৩২টি
দেশের অংশগ্রহণে জমজমাট এক ফুটবল যজ্ঞ উপভোগ করেছে পুরো বিশ্বের প্রায় ৩০০
কোটি মানুষ। ফাইনাল ম্যাচে দর্শক গ্যালারিতে উপস্থিত ছিলেন রুশ প্রেসিডেন্ট
ভ্লাদিমির পুতিন, ফিফা সভাপতি সেপ ব্লাটার, জার্মানির চ্যান্সেলর এঞ্জেলা
মার্কেল ও দেশটির প্রেসিডেন্ট জোয়াকিম গোর্ক।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন