১০ কোটি 'লাইক' নিয়ে গিনেজ বুকে নাম লিখলেন শাকিরা
আপডেট:
রবিবার, ২০ জুলাই, ২০১৪
রবিবার, ২০ জুলাই, ২০১৪
এবার
নতুন বিশ্ব রেকর্ড গড়লেন জনপ্রিয় কলোম্বিয়ান পপ গায়িকা শাকিরা। সামাজিক
যোগাযোগ সাইট ফেসবুকে ১০ কোটি 'লাইক' নিয়ে গিনেস ওয়ার্ল্ডস রেকর্ডস নিশ্চিত
করেছেন এ মার্কিন তারকা।
শাকিরা ইতিহাসে প্রথম ব্যক্তি যে কিনা
ফেসবুকে ১০০ মিলিয়ন লাইক পেয়েছেন। সম্প্রতি তিনি ম্যারাকানা স্টেডিয়ামে
দাঁড়ানো একটি ছবি ফেসবুকে পোস্ট করেছিলেন।
ব্রাজিল বিশ্বকাপের
ফাইনাল খেলার আগের মুহূর্ত ছিল সেটা। ছবিটি মাত্র চার দিনের মধ্যেই ৩.৫
মিলিয়ন লাইক পেয়ে যায়, এটাই এই তারকার সবচেয়ে বেশী লাইক পাওয়া ছবি।
গ্র্যামিজয়ী এই সংগীতশিল্পী এক বার্তায় বলেছেন, তিনি সম্মানিত ও গর্ববোধ
করছেন। ফেসবুক শিল্পী ও ভক্তদের মধ্যে সেতুবন্ধ গড়ে দিয়েছে। এ উপলক্ষে একটি
ভিডিও প্রকাশ করা হয়েছে। এমনকি ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গও
অভিনন্দন জানিয়েছেন শাকিরাকে।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন