, , No Comments

একই হোটেলে আনুশকা-কোহলি

Logoআপডেট:
মঙ্গলবার, ২২ জুলাই, ২০১৪




1

এবি ডেস্ক
অভিনেত্রী
আনুশকা শর্মা ও ক্রিকেটার বিরাট কোহলিকে নিয়ে মিডিয়াতে এ যাবৎ অনেক গুঞ্জন
রটে। সকল প্রকার গুঞ্জনকে উপেক্ষা করে আবারও তারা আলোচনায় এসেছেন।

সম্প্রতি
ডেটিংয়ের জন্য ক্রিকেটার বিরাট কোহলি তার ৪২ দিনের ইংল্যান্ড সফরে সঙ্গী
হিসেবে আনুশকাকেও নিয়ে গেছেন। অপরদিকে কোহেলির সঙ্গে যাওয়ার লক্ষে সব শুটিং
বাতিল করেছেন আনুশকা। ভারতীয় ক্রিকেটের ক্ষেত্রে এটি একটি ব্যতিক্রমী
ঘটনা।

যেখানে ভারতীয় দল বিদেশ সফরে গেলে তাদের সঙ্গে স্ত্রীদেরও
যেতে দেয়া হয় না। সেখানে এবার স্ত্রী পুত্র ছাড়া বান্ধবীকে সঙ্গী করেছেন
ভারতীয় এই  ক্রিকেটার। তবে এবার ইংল্যান্ডে নিজের পরিবারের সঙ্গে সময়
কাটানোর অনুমতি পেয়েছেন ক্রিকেটাররা। আর এই সুযোগ হাতছাড়া করেনি কোহলি।
ভারতীয় ক্রিকেট দল এবং স্টাফদের জন্য নির্ধারিত হোটেলে ২১টি রুম বুক করা
হয়েছে। বর্তমানে ইংল্যান্ডের এক হোটেলে সময় কাটাচ্ছেন আনুশকা শর্মা ও
ক্রিকেটার বিরাট কোহলি। ইংল্যান্ড টেস্ট সিরিজের ফাঁকে আনুশকা শর্মাকে সময়
দিয়ে যাচ্ছেন বিরাট কোহলি।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন