ঈদে আসছে ‘ব্যাচেলর টোয়েন্টিফোর’

, , No Comments

ঈদে আসছে ‘ব্যাচেলর টোয়েন্টিফোর’

Logoআপডেট:
মঙ্গলবার, ১৫ জুলাই, ২০১৪






এবি প্রতিবেদক
আসন্ন
ঈদুল ফিতরে আসছে নাটক ‘ব্যাচেলর টোয়েন্টিফোর’। ইঞ্জিনিয়ার এলাহান উদ্দিনের
রচনায় ব্যাচেলর জীবনের হাস্যরস কাহিনী নিয়ে নির্মিত নাটকটি পরিচালনা
করেছেন সীমান্ত মামুন।
ইতিমধ্যে এর শুটিং শেষ হয়েছে। একজন ব্যাচেলরের বাস্তব জীবনের ২৪ ঘণ্টার মজাদার চলমান ঘটনা নিয়ে রচিত হয়েছে নাটকটি।



তারই আলোকে, বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে ঢাকায় আসা ব্যাচেলরদের জীবন
কাহিনী নিয়ে হাস্যরস অভিনয়ে বিভিন্ন চরিত্র তুলে ধরা হয়েছে। নাটকে পুরান
ঢাকা, নোয়াখালী, বরিশাল, পাবনা, রংপুরের পাশাপাশি আর্দশ ভাষা ব্যবহার করা
হয়েছে।



এতে অভিনয় করেছেন আরিফ মাহবুব তমাল, জামাল রেজা, মোস্তফা মাহমুদ, শারমিন
ইলোরা, আফরোজা তমা, এলাহান উদ্দিন, রমজান আলী, বাশার খান, আতিক উজ-জামান
দিপু, আরিফ মিয়াসহ আরো অনেকে।



0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন