ঈদে ছিন্নমূল শিশুদের জন্য পড়শীর মানবিক কার্যক্রম
এবি প্রতিবেদক
ক্ষুদে গানরাজ খ্যাত এ সময়ের জনপ্রিয় কন্ঠশিল্পী সাবরিনা পড়শী দাঁড়ালেন ছিন্নমূল শিশুদের পাশে। আসন্ন ঈদে শুধুমাত্র নিজের কথা না ভেবে ছিন্নমূল শিশুদের জন্য মানবিক সাড়া দিয়েছেন হালের এই টিনেজ শিল্পী।
ক্ষুদে গানরাজ খ্যাত এ সময়ের জনপ্রিয় কন্ঠশিল্পী সাবরিনা পড়শী দাঁড়ালেন ছিন্নমূল শিশুদের পাশে। আসন্ন ঈদে শুধুমাত্র নিজের কথা না ভেবে ছিন্নমূল শিশুদের জন্য মানবিক সাড়া দিয়েছেন হালের এই টিনেজ শিল্পী।
আর্থাৎ দুই শতাধিক ছিন্নমূল শিশুর জন্য ঈদেও পোশাক কিনেছেন পড়শী। এ
বিষয়ে তিনি বলেন, এবারের ঈদে দু-আড়াই’শ ছিন্নমূল ও গরীব শিশুকে আমি নতুন
পোষাক কিনে দেব বলে অনেক দিন থেকেই মনোস্থিও করেছিলাম।
সেই পরিকল্পনা মতোই মার্কেটে গিয়েছিলাম। মেয়ে শিশুদের জন্য
কামিজ-পায়জামা আর ছেলে শিশুদের জন্য পাঞ্জাবি ও শার্ট-প্যান্ট কিনেছি। পড়শী
জানান, আমাদের পরিবার থেকে এর আগেও আমরা এই ধরণের মানবিক কাজ করেছি।
মাঝখানে দু-এক বছর বন্ধ ছিল। এবার আবারও শুরু করেছি। পড়শী শিগগিরই শিশুদের মাঝে পোষাকগুলো বিতরণ করবেন বলে জানা গেছে ।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন