বিশ্বকাপে রিহান্নার চুমু খেয়ে ফেঁসে গেলেন জার্মানি!

, , No Comments


বিশ্বকাপে রিহান্নার চুমু খেয়ে ফেঁসে গেলেন জার্মানি!

Logoআপডেট:
বুধবার, ১৬ জুলাই, ২০১৪




2



এবি- ক্রীড়া ডেস্ক
সম্প্রতি
শেষ হওয়া ব্রাজিল বিশ্বকাপের ফাইনাল ম্যাচে রিহান্নার চুমু নিয়ে সমালোচনার
ঝড় বয়ে যাচ্ছে। চুমু সম্পর্কে টুইটারে পোস্ট করে রিহান্না নিজে যেমন
বিতর্কিত হয়েছেন তেমনি ফাঁসালেন চ্যাম্পিয়ন জার্মান দলের খেলোয়াড়দেরও।

ব্রিটেনের
প্রভাবশালী দৈনিক ডেইলি মেইল মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে, ফিফার
ফুটবল বিশ্বকাপ-২০১৪ ট্রফি ছুঁয়ে নিয়ম ভঙ্গ করেছেন বারবাডোজের এই তারকা!
যেখানে
ফিফার আইন অনুযায়ী বিজয়ী দল ও সে দেশের রাষ্ট্রপ্রধান ছাড়া আর কেউ এই
ট্রফি ছুঁতে পারবেন না সেখানে রিহান্না শুধু এ ট্রফি ছুঁয়েই ক্ষান্ত দেন
নি, চুমুও দিয়েছেন তাতে! আর, তার প্রমাণ কিন্তু অন্য কেউ দেয়নি ফিফার কাছে।
রিহান্না নিজেই সেই কেচ্ছা রীতিমতো ঢোল বাজিয়ে টুইটারে পোস্ট করে
জানিয়েছেন বিশ্বকে। জয়ের উত্তেজনা আর আনন্দে নিয়ম ভুলে গিয়েছিলেন জার্মান
ফুটবলাররাও। বিশ্বকাপ জয়ের আনন্দ-অনুষ্ঠানের প্রায় প্রতিটি ছবিতেই ট্রফির
সঙ্গে দেখা গেছে পপ তারকা রিহান্নাকে তাদের বাহুডোরে।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন