দেহ ব্যবসায়ী টিভি অভিনেত্রী গ্রেফতার!
আপডেট:
বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০১৪
বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০১৪
এবি ডেস্ক
পুলিশের
জালে ধরা পড়ল দেহ ব্যবসা এবং নারী পাচার চক্র। গ্রেফতারকৃত সাত অভিযুক্তের
একজন টিভি চ্যানেলের অভিনেত্রী। তাদের মধ্যে আছে এক দম্পতিও।
পুলিশের
জালে ধরা পড়ল দেহ ব্যবসা এবং নারী পাচার চক্র। গ্রেফতারকৃত সাত অভিযুক্তের
একজন টিভি চ্যানেলের অভিনেত্রী। তাদের মধ্যে আছে এক দম্পতিও।
ওই দম্পতি এবং ওড়িশা টিভি-র অভিনেত্রী দীপ্তিময়ী বাইরা পুরো চক্রকে মূলত
পরিচালনা করত। নানা টোপে প্রলুব্ধ করত মেয়েদের। সাত অভিযুক্তই ওড়িশার
বাসিন্দা।
পরিচালনা করত। নানা টোপে প্রলুব্ধ করত মেয়েদের। সাত অভিযুক্তই ওড়িশার
বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তদের মধ্যে এক যুবক ১৬ বছরের কিশোরীকে
চাকরির টোপ দেয়। তারপর তাকে নিয়ে যায় গোয়ায়। রেখে দেয় আরপোরা এলাকার একটি
হোটেলে। সেই হোটেল আবার মুম্বইয়ের এক ব্যবসায়ীর লিজ নেওয়া।
হোটেলের ঘর
থেকেই কোনও মতে পুলিশকে ফোন করতে সক্ষম হয় কিশোরী। ঘটনাস্থলে এসে পুলিশ
উদ্ধার করে নাবালিকাকে। গ্রেফতার করা হয় অভিযুক্তকে। পুলিশের কাছে ওই
কিশোরী জানিয়েছে, কটক-সহ ওড়িশার বিভিন্ন জায়গায় কিশোরীকে দিয়ে দেহ ব্যবসার
কাজ করানো হয়েছে। গোয়াতে খদ্দের মিলছিল না বলে তাকে হোটেলে রাখা হয়েছিল।
অভিযুক্তকে জেরা করে পুরো চক্রের সন্ধান পায় পুলিশ।
চাকরির টোপ দেয়। তারপর তাকে নিয়ে যায় গোয়ায়। রেখে দেয় আরপোরা এলাকার একটি
হোটেলে। সেই হোটেল আবার মুম্বইয়ের এক ব্যবসায়ীর লিজ নেওয়া।
হোটেলের ঘর
থেকেই কোনও মতে পুলিশকে ফোন করতে সক্ষম হয় কিশোরী। ঘটনাস্থলে এসে পুলিশ
উদ্ধার করে নাবালিকাকে। গ্রেফতার করা হয় অভিযুক্তকে। পুলিশের কাছে ওই
কিশোরী জানিয়েছে, কটক-সহ ওড়িশার বিভিন্ন জায়গায় কিশোরীকে দিয়ে দেহ ব্যবসার
কাজ করানো হয়েছে। গোয়াতে খদ্দের মিলছিল না বলে তাকে হোটেলে রাখা হয়েছিল।
অভিযুক্তকে জেরা করে পুরো চক্রের সন্ধান পায় পুলিশ।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন