মেয়ের জন্য বই লিখবেন শাহরুখ

, , No Comments

মেয়ের জন্য বই লিখবেন শাহরুখ

Logoআপডেট:
মঙ্গলবার, ১৫ জুলাই, ২০১৪






এবি প্রতিবেদক
মেয়ে সুহানার জন্য বই লিখবেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। একটি রিয়েলিটি শো’তে এসে এমনটাই জানালেন তিনি।
১৪ বছরের সুহানা আসতে চান অভিনয়ের জগতে তাই মেয়েকে ভালো অভিনেতা হয়ে ওঠার জন্য সাহায্য করতে প্রস্তুত বাবা কিং খান।
সে কারণেই মেয়ের জন্য একটি অভিনয় শেখার বই লিখবেন বলে ঠিক করেছেন বলিউড
বাদশা। তিনি এ শো’টিতে জানান, এখনকার অভিনেত্রীদের মধ্যে মেয়ের সব থেকে
বেশি পছন্দ দিপিকা পাডুকোন এবং অনুশকা শর্মাকে।
শাহরুখ খান মেয়ের জন্য যে বই লিখবেন তার নাম দেবেন ‘টু সুহানা অন
অ্যাকটিং ফ্রম পাপা’। এ বইটিতে লেখা থাকবে ভালো অভিনয় করার কিছু টিপস এবং
শাহরুখের নিজের অভিনয়ের অভিজ্ঞতা যা পড়ে মেয়ে কিছুটা হলেও অভিনয়ের বিষয়ে
শিখতে পারবে বলে আশা করছেন তিনি। এ শো’তে ‘চাক দে ইন্ডিয়া’র নায়ক জানান যে,
তিনি নিজের অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে একটি জীবনী লেখা শুরু করেছেন।
বইটির নাম ‘টোয়েন্টি ইয়ারস অফ অ্যা ডিকেড’। এ বইটির মুখবন্ধ লিখেছেন
বিখ্যাত পরিচালক মহেশ ভাট। শাহরুখ আশা করছেন, বইটি লেখা আগামী দুই বছরের
মধ্যে শেষ হয়ে যাবে এবং তার ভক্তদের অবশ্যই পছন্দ হবে।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন