ঈদের পরদিন ঢাকায় আসছেন অঞ্জন দত্ত
বেসরকারি চ্যানেল দেশ টিভির আমন্ত্রণে ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অঞ্জন দত্ত ঢাকায় আসছেন বলে জানা গেছে।
রোজার ঈদের পরদিন দেশ টিভিতে ‘কল-এর গান’ অনুষ্ঠানে সংগীত পরিবেশনে জন্য ৬১ বছর বয়সী এই কন্ঠতারকার এপার বংলায় অগমন।
এ বিষয়ে অনুষ্ঠানের প্রযোজক সুমন সাহা আমার বিনোদনকে বলেন, দেশ টিভির
স্টুডিও থেকে ঈদের পরদিন রাত ৯টা ৪৫ মিনিটে সরাসরি সম্প্রচার করা হবে
‘কল-এর গান’।
দর্শকরা তখন সরাসরি অঞ্জন দত্তের সঙ্গে ফোনে কথা বলতে ও
অনুরোধ জানিয়ে পছন্দের গান শুনতে পারবেন। অঞ্জন দত্ত ঢাকায় এসে পৌঁছাবেন
ঈদের দিন। তানিয়া হোসেনের উপস্থাপনায় ‘কল-এর গান’ অনুষ্ঠানে গেয়েই তিনি
আবার কলকাতায় ফিরে যাবেন। ১৪ জুলাই থেকে সৃজিত মুখোপাধ্যায়ের ‘নির্বাক’
ছবিতে অভিনয় করছেন অঞ্জন। এখানে বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন তার
সহশিল্পী।
সম্প্রতি প্রকাশ হয়েছে অঞ্জন দত্তের নতুন একক অ্যালবাম ‘ঊনষাট’। ‘এটা কি
টু ফোর ফোর ওয়ান ওয়ান থ্রি নাইন’, ‘রঞ্জনা আমি আর আসবো না’,
‘কাঞ্জনজঙ্ঘা’, ‘মেরিয়েন’সহ তার অসংখ্য গান দুই বাংলায় জনপ্রিয়। ‘কল এর
গান’-এ গাইতে ভারত থেকে দেশ টিভির আমন্ত্রণে আরও আসছেন অন্বেষা (ঈদের
চতুর্থ দিন) ও শ্রীরাধা বন্দ্যোপাধ্যায় (ঈদের ষষ্ঠ দিন)।
অন্য দিনগুলোতে সংগীত পরিবেশন করবেন লালন ব্যান্ড (ঈদের দিন), সোলস
ব্যান্ড (ঈদের তৃতীয় দিন), এসআই টুটুল ও তার ব্যান্ড ধুব্রতারা (ঈদের পঞ্চম
দিন) এবং সুমনা হক, ফোয়াদ নাসের বাবু, লাবু রহমান, নকীব খান, পিলু খান ও
কাজী হাবলু (ঈদের সপ্তম দিন)।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন