আজ প্রকাশ পাচ্ছে বাপ্পার 'জানি না কোন মন্তরে'

, , No Comments

আজ প্রকাশ পাচ্ছে বাপ্পার 'জানি না কোন মন্তরে'

Logoআপডেট:
বুধবার, ১৬ জুলাই, ২০১৪




1

এবি প্রতিবেদক
আজ
প্রকাশ হতে যাচ্ছে বাপ্পা মজুমদারের নতুন একক গানের অ্যালবাম 'জানি না কোন
মন্তরে'। এটি তার দশম একক গানের অ্যালবাম। একটি ইনস্ট্রুমেন্টালসহ মোট
১২টি গান নিয়ে অ্যালবামটি সাজানো হয়েছে। জানি না কোন মন্তরে অ্যালবামটি
বাজারে আনছে জিরোনা বাংলাদেশ নামের নতুন একটি প্রযোজনা প্রতিষ্ঠান। নতুন এ
অ্যালবামের গীতিকাররা হলেন- সঞ্জীব চৌধুরী, নিয়াজ আহমেদ অংশু, রাসেল ও'নীল,
মাসুম, রানা, শাহান কবন্ধ, জয় শাহরিয়ার, রবিউল ইসলাম জীবন, আবির আলমগীর ও
বাপ্পা মজুমদার। বাপ্পা মজুমদারের লেখা প্রথম গানের শিরোনাম 'চাঁদের কণা'।
এরপর 'বেঁচে থাক সবুজ' অ্যালবামে 'ঘুম আসে না' গানটিও লেখেন তিনি।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন