লন্ডনি কন্যার চরিত্রে সুমাইয়া শিমু
ঈদে ত্রিভুজ প্রেমের নাটক নিয়ে ফিরছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সুমাইয়া শিমু।
নাটকে
লন্ডনি কন্যার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাকে। ‘মধুময়’ শিরোনামের
নাটকটি রচনা ও পরিচালনা করেছেন ফেরদৌস হাসান। গল্পে দেখা যাবে- লন্ডনে বড়
হয়েছেন শিমু।
বাংলায় কথাও ঠিকভাবে বলতে পারেন না তিনি। কিন্তু হঠাৎ করেই
তাকে লন্ডন থেকে দেশে আসতে হয়। দেশে এসে সে দেখতে পায় আরেক চিত্র। শিমুর
আত্মীয়রা সম্পত্তির জন্য মরিয়া হয়ে আছে। কিন্তু মুশকিল হলো শিমু বাংলা জানে
না। কিছুই সে বুঝে উঠতে পারে না। ঠিক এই সময়ে তার জন্য কলেজ শিক্ষক এক
দোভাষীকে ভাড়া করা হয়।
এরপর সেই দোভাষীর সঙ্গে বেশ ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে
উঠে তার। একপর্যায়ে মুক্তিপণের দাবিতে অপহৃত হন সুমাইয়া শিমু। এক সময় সেই
অপহরণকারীও শিমুর প্রতি দুর্বল হয়ে পড়ে। এভাবেই এগিয়ে যায় এর কাহীনি। এতে
অভিনয় প্রসঙ্গে শিমু বলেন, এবার ঈদের বেশ কিছু ভিন্নধর্মী গল্পের নাটকে কাজ
করেছি।
তার মধ্যে ‘মধুময়’ অন্যতম। ফেরদৌস ভাইয়ের এ নাটকটিতে লন্ডনি
কন্যারূপে দেখা যাবে আমাকে, যে কিনা দেশে এসেই সম্পত্তির কোন্দলে পড়ে। এক
সময় অপহরণ করা হয় আমাকে। এ ধরনের চরিত্রে আমি প্রথমবারের মতো কাজ করলাম।
তাই স্বাভাবিকভাবেই ভাল লেগেছে। আশা করছি নাটকটি দর্শকদেরও ভাল লাগবে।
নাটকটিতে দোভাষীর চরিত্রে অপূর্ব আর অপহরণকারীর চরিত্রে অভিনয় করেছেন আহমেদ
রুবেল। এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবদুল্লাহ রানা, সালে সোহেল,
মাহফুজ, মিশু চৌধুরী প্রমুখ। ‘মধুময়’ নাটকটি ঈদের দ্বিতীয় দিন রাত ৯টা ৩৫
মিনিটে প্রচার হবে চ্যানেল আইতে।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন