লন্ডনে অনন্ত-বর্ষার মোস্টওয়েলকাম-২

, , No Comments

লন্ডনে অনন্ত-বর্ষার মোস্টওয়েলকাম-২

Logoআপডেট:
বুধবার, ১৬ জুলাই, ২০১৪




1

এবি প্রতিবেদক
আমেরিকার
পর এবার ‘মোস্টওয়েলকাম-২’ ছবির প্রচারণা শুরু হয়েছে লন্ডনে। এ লক্ষে
সম্প্রতি আমেরিকা থেকে লন্ডনে পৌঁছেছেন ছবির প্রযোজক-পরিচালক ও নায়ক অনন্ত
জলিল। তার সঙ্গে রয়েছেন ছবির নায়িকা বর্ষা। ছবিটি নিয়ে বর্ষা বলেন,
‘আমেরিকা কিংবা লন্ডনে আমরা যখন ছবির প্রচারণায় এসেছি, তখন দেখেছি এখানকার
বাংলাদেশীরা আমাদের ছবির জন্য কীভাবে উন্মুখ হয়ে আছেন। আশা করছি আমাদের
আগের ছবিগুলোর মতো এ ছবিটিও দর্শকদের চাহিদার পুরোটাই পূরণ করবে। এছাড়া এ
প্রসঙ্গে লন্ডন থেকে অনন্ত জানিয়েছেন, ঈদে বাংলাদেশের পাশাপাশি আমেরিকা ও
ইংল্যান্ডেও ছবিটি মুক্তি দেয়া হবে। আমেরিকায় প্রচারণার পাশাপাশি মুক্তির
ব্যাপারে সব কিছু চূড়ান্ত করেছেন। এবার লন্ডনে প্রচারণা চালাচ্ছেন। তিনি
বলেন, ‘ইংল্যান্ড আমেরিকার মতো দেশে বাংলাদেশী ছবির চাহিদা অনেক। ওখানে
অনেক বাংলাদেশী প্রবাসী রয়েছেন। তারা দেশীয় সংস্কৃতি ও সিনেমা থেকে বঞ্চিত।
এসব দেশে যাতে বাংলাদেশী ছবি চালাতে পারে সে ব্যাপারে আমি সব প্রক্রিয়া
সম্পন্ন করেছি। আশা করছি এ প্রক্রিয়া অনুসরণ করে অন্যরাও ঢাকার ছবি মুক্তি
দিতে পারবেন। ছবিটি প্রযোজনা, পরিচালনার পাশাপাশি অনন্ত অভিনয়ও করেছেন।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন