, , No Comments

আবারও একসঙ্গে ইলিয়াস-চম্পা

Logoআপডেট: মঙ্গলবার, ২২ জুলাই, ২০১৪
এবি প্রতিবেদক
আবারও একত্রিত হতে যাচ্ছেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় তারকাজুটি ইলিয়াস কাঞ্চন ও চম্পা। একই সঙ্গে দীর্ঘদিন জুটিবদ্ধ হয়ে কাজ করা দুই তারকাকে শীঘ্রই একসাথে দেখতে পাবেন কাঞ্চন-চম্পার অগণিত দর্শকেরা।
তবে কোন সিনেমায় নয়, এবার তারা একত্রে অংশ নিয়েছেন 'পূর্ণদৈর্ঘ্য গল্প' নামের একটি টিভি অনুষ্ঠানে। বৈশাখী টিভির অনুষ্ঠান বিভাগ জানিয়েছে, বাংলা চলচ্চিত্রে স্বর্ণালি সময়ের দুই জুটিকে নিয়ে সাজানো হয়েছে 'পূর্ণদৈর্ঘ্য গল্প'।
একটি পর্বে থাকছেন পর্দা কাঁপানো জুটি ফারুক-কবরী এবং আরেকটি পর্বে অতিথি হিসেবে থাকছেন ইলিয়াস কাঞ্চন ও চম্পা জুটি।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন