দেড় বছর পর একসঙ্গে নোবেল-তারিন
আপডেট:
রবিবার, ২০ জুলাই, ২০১৪
রবিবার, ২০ জুলাই, ২০১৪
দীর্ঘ
দেড় বছর পর আবারও জুটি বাঁধলেন ছোটপর্দার জনপ্রিয় তারকাজুটি নোবেল -
তারিন। নাটকের নাম ‘নিঃসঙ্গ রাঁধাচূড়া’। মাসুম শাহরিয়ারের লেখায় এটি
পরিচালনা করেছেন ফাহমিদা ইরফান।
গত ১৮ জুলাই রাজধানীর উত্তরায় এর
দৃশ্যধারণ শেষ হয়েছে। নাটককে অভিনয় প্রসঙ্গে নোবেল বলেন, ‘পেশাগত ব্যস্ততার
কারণে নাটকে একেবারেই সময় দেওয়া হয়ে ওঠে না আমার। গল্প ভালোলাগায় কাজটি
করেছি। আর সহশিল্পী হিসেবে তারিন অসাধারণ।’ তারিন বলেন, ‘নোবেল ভাই আমাদের
পারিবারিক বন্ধু। তার সবচেয়ে বড় গুণ হলো তিনি অনেক ভালো একজন মানুষ। আমি
সবসময়ই নোবেল ভাইয়ের সঙ্গে অভিনয়টা উপভোগ করি।
গল্পে দেখা যাবে-
একটি বহুজাতিক প্রতিষ্ঠানের লবিতে অনেকদিন পর হঠাৎ দেখা হয় পুরনো দুই
বান্ধবী জয়া ও নায়লার। তারা কুশল বিনিময় করার মাঝে লিফট থেকে নেমে আসে
নায়লার সহকর্মী আদিব। একটি বৈঠকে অংশ নিতে তারা এ অফিসে এসেছে। জয়ার সঙ্গে
আদিবের পরিচয় করিয়ে দেয় নায়লা।
জয়া ও নায়লা ভিজিটিং কার্ড বিনিময় করে।
এরপর আদিবকে নিয়ে চলে যায় নায়লা। জয়া তাদের চলে যাওয়া দেখে। ‘নিঃসঙ্গ
রাঁধাচুড়া’ নাটকে নোবেল ও তারিনের পাশাপাশি অভিনয় করেছেন বন্যা মির্জা।
নাটকটি আসছে রোজার ঈদে বাংলাভিশনে প্রচার হবে ।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন