, , No Comments

ধূমপানে আসক্ত দুই বছরের পোষা কুকুর!

Logoআপডেট: মঙ্গলবার, ২২ জুলাই, ২০১৪
এবি ডেস্ক
চীনের হিলংজিয়াং প্রদেশে ঘটেছে এমন অভিনব ঘটনা। লিউ নামের এক ব্যক্তির দুই বছরের পোষা কুকুরটি সিগারেটে চরমভাবে আসক্ত হয়ে পড়েছে। এই বাজে অভ্যাসটি মনিবের কাছ থেকেই রপ্ত করেছে সে।

ঘুমানোর আগে অন্তত একবার সিগারেট ফুঁকতে হবে ‘মিয়া’ নামের এই কুকুরটিকে। লিউ বছরখানেক আগে কুকুরটিকে পুষতে নিয়ে আসেন। তখন থেকেই তিনি যখন ধূমপান করতেন, কুকুরটি তার আশপাশে ঘুরঘুর করতো।

একপর্যায়ে ‘মিয়া’ ধূমপানে আসক্ত হয়ে পড়ে। প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে তার জন্য একটি সিগারেট চাই। এদিকে, লিউ তার কুকুরের স্বাস্থ্য নিয়ে বেশ উদ্বিগ্ন হয়ে পড়েছেন। মিয়াকে ধূমপানের আসক্তি থেকে বের করে আনতে নানাভাবে পরিকল্পনা করেও ব্যার্থ হয়েছেন তিনি। কিছুতেই মিয়াকে ধূমপানের আসক্তি থেকে পেরাতে পারছেন না। এখন খুঁজছেন নতুন উপায়।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন