সিনেমার কাজে নেপালে পাড়ি দিচ্ছেন মৌসুমী-ববি
আপডেট:
বুধবার, ১৬ জুলাই, ২০১৪
বুধবার, ১৬ জুলাই, ২০১৪
প্রথমবারের
মতো একসঙ্গে নেপাল যাচ্ছেন চলচ্চিত্রে বর্তমান সময়ের জনপ্রিয় অভিনয়শিল্পী
ববি ও মৌসুমী হামিদ। সেখানে তারা ‘ফ্রেন্ডশিপ’ ছবির শুটিং করবেন।
অনন্য
মামুনের এ ছবিটির পরিচালনা করছেন চন্দন চৌধুরী। ছবিতে ববি ও মৌসুমী হামিদের
বিপরীতে নায়ক হিসেবে আছেন আনিসুর রহমান মিলন। ছবিটি প্রসঙ্গে ববি বলেন,
“এরই মধ্যে ছবির বেশ কিছু অংশের শুটিং করেছি। এতে আমি ও মৌসুমীকে একসঙ্গে
দেখলে আশা করছি ভাল লাগবে। মৌসুমী বলেন, “প্রথমবারের মতো অ্যাকশন টাইপ
অভিনয় করছি। তাও ববি আপুর সঙ্গে। বেশ তৃপ্তি পাচ্ছি ছবিটিতে অভিনয় করে।
উল্লেখ্য, ঈদে মৌসুমী হামিদ অভিনীত বেশ কয়েকটি নাটক প্রচার হবে। এছাড়া তার
অভিনীত ‘হাডসনের বন্দুক’ ছবিটি ঈদের পরই মুক্তি পাবে বলে জানা যায়।
অন্যদিকে ঈদে ববি অভিনীত ‘হিরো-দ্য সুপারস্টার’ এবং ‘আই ডোন্ট কেয়ার’ ছবি
দুটি মুক্তি পেতে যাচ্ছে।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন