, , No Comments

ফকির আলমগীরের নতুন অ্যালবাম

Logoআপডেট: বুধবার, ২৩ জুলাই, ২০১৪
এবি প্রতিবেদক
দীর্ঘবিরতি পর নতুন একক অ্যালবাম নিয়ে শ্রোতার সামনে হচ্ছেন দেশের পপ ও গণ সঙ্গীতের জনপ্রিয় শিল্পী ফকির আলমগীর। সম্প্রতি তার নির্বাচিত গান নিয়ে সাউন্ডটেক প্রকাশ করেছে 'বেস্ট অব ফকির আলমগীর-১' অ্যালবামটি। এতে শিল্পীর গাওয়া ১৩টি জনপ্রিয় গান স্থান পেয়েছে। এা তিনটি গান সংগৃহীত রয়েছে। 
বাকি গানগুলোর কথা লিখেছেন আলতাফ আলী, আহমদ ছফা, আবদুল হাই আল হাদী, গাজী আবুল কাশেম, দেলোয়ার হোসেন জাহাঙ্গীর, আবু বক্কর ছিদ্দিক ও সেজান মাহমুদ। সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন বাপ্পা মজুমদার, শেখ সাদী খান, আলী আকবর রুপু, আশিকউজ্জামান টুলু, আলাউদ্দিন আলী, রাজা হোসেন খান, ফরিদ আহমেদ ও শিল্পী নিজে। 
নতুন অ্যালবামটি প্রসঙ্গে ফকির আলমগীর বলেন, 'আমার কালজয়ী গানগুলোকে এ সময়ের শ্রোতাদের কাছে তুলে ধরার প্রয়াসে অ্যালবামটির প্রকাশ। আশা করি অ্যালবামের গানগুলো অতীতের মতো আবারও আলোড়ন তুলবে।



0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন