এবি প্রতিবেদক
বিয়ের পর সুন্দরভাবেই সংসার জীবন অতিবাহীত করছেন রিচি সোলায়মান। সাংসারিক কোনো ঝামেলা নেই তার। স্বামী অফিসে যাচ্ছেন। তাকে সবকিছু গুছিয়ে দিচ্ছেন। হঠাৎ একদিন অফিসে যাওয়ার পর একটি ডাইরিতে স্বামীর সাবেক প্রেমিকার সন্ধান পান রিচি। এ নিয়ে অবশ্য কোনো রাগ বা অভিমান না করেই স্বামীর সঙ্গে স্বাভাবিক আচরণ করতে থাকেন। এক সময় তার মনে কৌতুহল জাগে। কেন সাবেক প্রেমিকাকে বিয়ে করেননি তার স্বামী ? গল্পটি রিচির বাস্তব জীবনে নয়, নাটকে ঘটেছে।
বিয়ের পর সুন্দরভাবেই সংসার জীবন অতিবাহীত করছেন রিচি সোলায়মান। সাংসারিক কোনো ঝামেলা নেই তার। স্বামী অফিসে যাচ্ছেন। তাকে সবকিছু গুছিয়ে দিচ্ছেন। হঠাৎ একদিন অফিসে যাওয়ার পর একটি ডাইরিতে স্বামীর সাবেক প্রেমিকার সন্ধান পান রিচি। এ নিয়ে অবশ্য কোনো রাগ বা অভিমান না করেই স্বামীর সঙ্গে স্বাভাবিক আচরণ করতে থাকেন। এক সময় তার মনে কৌতুহল জাগে। কেন সাবেক প্রেমিকাকে বিয়ে করেননি তার স্বামী ? গল্পটি রিচির বাস্তব জীবনে নয়, নাটকে ঘটেছে।
সম্প্রতি এমনই কাহীনি নিয়ে নির্মিত একটি নাটকে অভিনয় করেছেন রিচি।‘গোপন
কিছু কথা থাকে’ শিরোনামের নাটকটি রচনা করেছেন মাসুম শাহরিয়ার এবং পরিচালনা
করেছেন ফয়সাল রাজীব। নাটকে অভিনয় প্রসঙ্গে রিচি বলেন, ‘গল্পটি বেশ সুন্দর।
দর্শক অনেক রহস্য দেখতে পাবেন বলেই আমার কাছে মনে হয়েছে।’ এতে তার স্বামীর
চরিত্রে অভিনয় করেছেন শ্যামল মাওলা। আর সাবেক প্রেমিকার চরিত্রে দেখা যাবে
তমালিকা কর্মকারকে। নাটকটি ঈদে চ্যানেল নাইনের প্রচার হবে বলে জানিয়েছেন এর
নির্মাতা।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন