ইরাকে ফিরিয়ে দেননি আমির খান
এবি ডেস্ক
একটি বেসরকারি দাতব্য সংস্থার তহবিল জোগাতে একটি চ্যারিটি ফুটবল ম্যাচের আয়োজন করে বলিউড সুপারস্টার আমির খান কন্যা ইরা।
একটি বেসরকারি দাতব্য সংস্থার তহবিল জোগাতে একটি চ্যারিটি ফুটবল ম্যাচের আয়োজন করে বলিউড সুপারস্টার আমির খান কন্যা ইরা।
বাবা ফুটবলের ভক্ত জেনে তার কাছে খোদ আবদার করে বসলেন ইরা। এতে করে
মেয়েকে হতাশ করেননি বাবা আমির খান। আমিরের চরম ফুটবলপ্রেমের বিষয়ে জানেন
বলেই মেয়ে ইরা খানের এমন উদ্যোগ।
ফুটবল নিয়ে কারিকুরিও দেখিয়েছেন আমির। তার সঙ্গে ছিলেন অভিষেক বচ্চন ও
হৃত্বিক রোশন। রোববার মুম্বাইয়ে এই বলিউড তারকারা অনুষ্ঠিত চ্যারিটি ফুটবল
ম্যাচটি খেলেছেন ব্যাপক উৎসাহ-উদ্দীপনায়। উল্লেখ্য, দীর্ঘদিন থেকে ইরা একটি
বেসরকারি দাতব্য সংস্থার সঙ্গে কাজ করছেন।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন