পানিতে চলবে বাস!
নৌকা, লঞ্চ, জাহাজ ও স্টিমারের মত এবার পানিতে চলবে বাস। শুনতে অবাস্তব মনে হলেও ঘটনা সত্য।
এটি
নির্মাণ করেছে লন্ডনের একটি কোম্পানি। বিস্ময়কর এই গাড়িটি রাস্তায় চলতে
চলতে পানিতে নামামাত্র বোট হয়ে যাবে। আবার পানি থেকে ওঠার পরই চাকাগুলো
বেরিয়ে এসে রাস্তায় চলতে পারবে।
লন্ডন ছাড়াও দুবাই এবং টরেন্টোতে
বাসটি লঞ্চ করা হয়। অবশ্য যান্ত্রিক কিছু ত্রুটির কারণে খুব বেশীদিন এর
জনপ্রিয়তা ধরে রাখা যায়নি। তবে কোম্পানিটি কাস্টোমাইজ করে আবারও এ গাড়ি
নিয়ে আসবে বলে জানিয়েছে।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন