কন্যাসন্তানের মা হলেন মৌ
বিয়ের ১৩ বছর পর সন্তানের মা হলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাহমিনা সুলতানা মৌ।
২০ জুলাই সন্ধ্যা ৭টা ৪৩ মিনিটে (স্থানীয় সময়) আমেরিকার ভার্জিনিয়া অঙ্গরাজ্যের ইনোভা ফেয়ারফ্যাক্স হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেন তিনি।
এ সময় হাসপাতালে ছিলেন তার স্বামী মনিরুল আলম। নবাগত শিশুটির নাম রাখা হয়েছে ওয়ানিয়া মাহনূর মাহা। সন্তান ভূমিষ্ঠ হওয়া নিয়ে মৌ বলেন, ‘আমি ও আমার মেয়ে দু’জনই সুস্থ আছি। এটা আমার প্রথম সন্তান। তাই আনন্দটা আরও বেশি। আমি সবার দোয়া কামনা করছি। উল্লেখ্য, ২০০১ সালের ১৫ নভেম্বর মনিরুল আলমের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মৌ। তাহমিনা সুলতানা মৌ ছোটবেলা থেকেই নাচের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। মোস্তফা সরয়ার ফারুকীর ‘চোর চোর’ নাটকে টেলিভিশনে দর্শক তাকে প্রথম দেখেন। এখন তার অভিনীত ‘এলেবেলে’, ‘অলসপুর’, ‘কেবলই স্বপন করেছি বপন’ ধারাবাহিক নাটকগুলো বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার হচ্ছে।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন