'ইত্যাদি'তে ৬ তারকার মিউজিক্যাল ড্রামা

, , No Comments

'ইত্যাদি'তে ৬ তারকার মিউজিক্যাল ড্রামা

Logoআপডেট:
বুধবার, ১৬ জুলাই, ২০১৪




2



এবি প্রতিবেদক
প্রতিটি
ঈদে ভিন্নধর্মী আয়োজন নিয়ে দর্শকদের সামনে হাজির হয় জনপ্রিয় ম্যাগাজিন
অনুষ্ঠান 'ইত্যাদি'। সেই ধারাবাহিকতায় এবারের ঈদেও থাকছে 'ইত্যাদি'র
স্পেশাল আয়োজন। এবারের ঈদে 'ইত্যাদি'র নানান চমকের একটি হচ্ছে এই প্রজন্মের
জনপ্রিয় ৬ জন তারকাকে নিয়ে তিনটি বিশেষ মিউজিক্যাল ড্রামা।
বিদেশ থেকে
এসে ঈদের কেনাকাটা নিয়ে 'স্বামী-স্ত্রী'র দ্বন্দ্ব, বিদেশি ও দেশি শাড়ি
কেনা নিয়ে 'ক্রেতা-বিক্রেতার দ্বন্দ্ব' এবং দেশী পণ্য উপহার দেওয়া নিয়ে
'দুই বন্ধুর দ্বন্দ্ব' এই নানাবিধ দ্বন্দ্ব নিয়ে তৈরি মিউজিক্যাল ড্রামার
তিন পর্বে অংশগ্রহণ করেছেন যথাক্রমে জনপ্রিয় অভিনয় তারকা চঞ্চল চৌধুরী ও
জয়, দিপা খন্দকার ও আরফান এবং ঈমন ও কুসুম শিকদার।
রাজধানীর বিভিন্ন
শপিং কমপ্লেক্সে চিত্রায়িত এই পর্বটিও দর্শকদের ভীষণ আনন্দ দেবে বলে ফাগুন
অডিও ভিশন জানায়। বিটিভির ঈদ অনুষ্ঠানমালায় ঈদের বিশেষ 'ইত্যাদি' প্রচারিত
হবে। উল্লেখ্য, ফাগুন অডিও ভিশনের ব্যানারে নির্মিত ম্যাগাজিন অনুষ্ঠান
‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনায় রয়েছেন হানিফ সংকেত।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন