বিয়ের আগে অপির সঙ্গে ছয় মাস প্রেম করতে চায় সজল
এবি প্রতিবেদক
পরিবারের
সিদ্ধান্তে অপি করিমের সঙ্গে সজলের বিয়ের দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। কিন্তু
সজল বিয়ের আগে ছয় মাস অপির সঙ্গে প্রেম করতে চায়। সবই ঠিকঠাক চলছিল।
পরিবারের
সিদ্ধান্তে অপি করিমের সঙ্গে সজলের বিয়ের দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। কিন্তু
সজল বিয়ের আগে ছয় মাস অপির সঙ্গে প্রেম করতে চায়। সবই ঠিকঠাক চলছিল।
কিন্তু হঠাৎই ঘটে যায় দুর্ঘটনা। ঘটনাটি সত্য নয়, নাটকে। সম্প্রতি এমই
কাহীনি নিয়ে নির্মিত একটি নাটকে অভিনয় করেছেন অপি করিম ও সজল। নাটকের নাম
‘ভরসা থাকুক চোখের পাতায়’।
কাহীনি নিয়ে নির্মিত একটি নাটকে অভিনয় করেছেন অপি করিম ও সজল। নাটকের নাম
‘ভরসা থাকুক চোখের পাতায়’।
শিল্পী সরকার অপুর লেখায় এটি পরিচালনা করেছেন নুজহাত আলভী আহমেদ। নাটকটি
প্রসঙ্গে নির্মাতা নুজহাত আলভী আহমেদ জানান, এতে শীলা চরিত্রে অপি করিম আর
ইশতিয়াকের ভূমিকায় অভিনয় করেছেন সজল। শীলা ও ইশতিয়াকের পরিবারের
সিদ্ধান্তে বিয়ের তারিখ চূড়ান্ত হয়। কিন্তু ইশতিয়াক বিয়ের আগে ছয় মাস শীলার
সঙ্গে প্রেম করতে চায়।
প্রসঙ্গে নির্মাতা নুজহাত আলভী আহমেদ জানান, এতে শীলা চরিত্রে অপি করিম আর
ইশতিয়াকের ভূমিকায় অভিনয় করেছেন সজল। শীলা ও ইশতিয়াকের পরিবারের
সিদ্ধান্তে বিয়ের তারিখ চূড়ান্ত হয়। কিন্তু ইশতিয়াক বিয়ের আগে ছয় মাস শীলার
সঙ্গে প্রেম করতে চায়।
এরই মধ্যে ঢাকার বিভিন্ন জায়গায় এর দৃশ্যায়ন শেষ হয়েছে। এখানে আরও
বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চিত্রলেখা গুহ, শিল্পী সরকার অপু প্রমুখ।
নাটকটি ঈদের পরদিন বাংলাভিশনে রাত ১১টায় প্রচার হবে ।
বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চিত্রলেখা গুহ, শিল্পী সরকার অপু প্রমুখ।
নাটকটি ঈদের পরদিন বাংলাভিশনে রাত ১১টায় প্রচার হবে ।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন