কাবাবের দৈর্ঘ্য ১১২ মিটার!
আপডেট:
শনিবার, ১৯ জুলাই, ২০১৪
বেলা তিনটা বাজতেই দুই দেশেরই পাকা রাঁধুনিরা হাতা খুন্তি নিয়ে হাজির। রেললাইল হয়ে উঠল ‘সিগরি’। মানে যেখানে কাবাব সেঁকা হয়। ঢালা হলো কাঠকয়লা। ধারানো হলো আগুন। লাল হয়ে চুল্লা জ্বলে উঠতেই কাবাব সেঁকা শুরু হলো। প্রায় ১১২ মিটার দীর্ঘ রাস্তাজুড়ে তৈরি হয়েছে এই সিগরি।
এমন আজব কাবাবেব চীন-রাশিয়া সীমান্তের সুইফেনি শহরে এই কাবাবের দেখা মিলে। সীমান্তের দুই পাশে দাঁড়িয়ে দুই দেশের পর্যটক৷ মাঝখানে পাতা রয়েছে এই বিশাল কাবাব, যেন আস্ত রেললাইন।
প্রত্যেকদিন এখানে সেঁকা হয় প্রায় ৩০০ কেজি মাংসের কাবাব। দুই দেশের প্রায় ৭০ জন রাঁধুনি এই কাবাব তৈরিতে অংশ নেন। বেলা তিনটা থেকে রাত ন’টা পর্যন্ত চলে এই কাবাব সেঁকার কাজ। কাবাবের দৈর্ঘ্য ১১২.৩৭৪ মিটার। চীনের রেললাইনের একটি পাত নিয়ে এসেই তাকে সিগরিতে পরিণত করা হয়েছে। দুইদেশের দর্শনীয় জায়গার মধ্যে এটি একটি অন্যতম দেখার বিষয়। গেনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডেও যেটি সম্প্রতি স্হান করে নিয়েছে।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন