প্রিয়াঙ্কাকে টপকে গেল রিচা
আপডেট:
মঙ্গলবার, ২২ জুলাই, ২০১৪
মঙ্গলবার, ২২ জুলাই, ২০১৪
সম্প্রতি
গুঞ্জন উঠেছিল সুধীর মিশ্রার আসন্ন ছবিতে কাজ করবেন প্রিয়াঙ্কা চোপড়া।
কিন্তু এখন সে গুঞ্জন থেকে প্রিয়াঙ্কার নাম বাদ পড়ে ‘রামলীলা’ খ্যাত
অভিনেত্রী রিচা শর্মার নাম শোনা যাচ্ছে।
বর্তমানে ‘সাহেব বিবি
গোলাম’ সিনেমার রিমেক বানানোর কাজ নিয়ে ব্যস্ত আছেন সুধীর মিশ্রা। কিন্তু
শোনা যাচ্ছে ছবিটির নাম পরিবর্তন করে ‘অউর দেবদাস’ রাখা হয়েছে। এ ‘অউর
দেবদাস’ সিনেমাতে প্রিয়াঙ্কা চোপড়ার বদলে মুখ্য ভূমিকায় দেখা যাবে রিচা
চাড্ডাকে। উল্লেখ্য, ‘গ্যাংস অফ ওয়াসিপুর’ এবং ‘ওয়ে লাকি লাকি ওয়ে’ সিনেমায়
নৈপুন্য অভিনয়ের মাধ্যমে দর্শকের দৃষ্টি কাড়তে সক্ষম হন এই অভিনেত্রী।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন