মা হচ্ছেন শাকিরা
আপডেট:
মঙ্গলবার, ২২ জুলাই, ২০১৪
মঙ্গলবার, ২২ জুলাই, ২০১৪
আবারও মা হতে যাচ্ছেন পপ গায়িকা শাকিরা। কলাম্বিয়ার মিডিয়াগুলোতে এমনটাই শোনা যাচ্ছে।
সম্প্রতি কলাম্বিয়ার অন্যতম সংবাদ মাধ্যম ফক্স নিউজ ল্যাটিনো জানিয়েছেন এটা গুজব নয় ঘটনা সত্যি।
বিশ্বখ্যাত গায়িকা শাকিরা এবং তার প্রেমিক বার্সেলোনার ডিফেন্ডার জেরার্ড পিকে দ্বিতীয় সন্তানের পিতা-মাতা হতে যাচ্ছেন।
শাকিরার
অন্তসত্ত্বার বিষয়টি প্রথম প্রকাশ পায় বিশ্বকাপের চূড়ান্ত খেলার অনুষ্ঠানে
যখন তিনি “হিপ ডোন্ট লাই” গানের সাথে পারফর্ম করছিলেন। এসময় তিনি খুবই
সাবধানী ও কৌশলী পোশাক পরিধান করেন যা তার অন্তসত্ত্বার বিষয়টিকে আড়াল করে
রাখে। ক্যারাকো প্রথম প্রতিবেদন করে যে শাকিরা তিন মাসের অন্তসত্ত্বা। এ
জন্য নিজের স্বাস্থ ও শরীরের প্রতি যতœ নিচ্ছেন, পুষ্টিগুণ মেনে চলছেন ।
উল্লেখ্য, শাকিরা ও পিকে দম্পতির মিলান নামে এক বছরের একটি সন্তান রয়েছে।
পরজীবী সংক্রমণের কারণে ৩৫ বছর বয়সী জনপ্রিয় এই কলম্বিয়ান তারকা সন্তান
ধারণ জটিল হতে পারে বলে মিলানের জন্মের আগে চিকিৎসকেরা মত দিয়েছিলেন।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন