হুমায়ূন আহমেদকে নিয়ে টুটুলের গান
আপডেট:
বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০১৪
বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০১৪
দীর্ঘ
সাত বছর পর নতুন একক অ্যালবাম নিয়ে শ্রোতাদের কাছে আসছেন কণ্ঠশিল্পী এস আই
টুটুল। টুটুল তার এই অ্যালবামটি হুমায়ূন আহমেদকে উৎসর্গ করেছেন। অ্যালবামে
হুমায়ূন আহমেদকে নিয়ে একটি গানও গেয়েছেন তিনি। গানটি লিখেছেন শহীদুল্লাহ
ফরায়েজী। তিনি বলেন, 'যখন গানটি লিখছিলাম তখন বারবারই আমার মনে হচ্ছিল যে
স্যার আমার পাশে এসে বসে কথাগুলো বলছেন। এমন একটি গান লিখতে পেরে আমার
নিজের মধ্যেও অন্যরকম ভালোলাগা কাজ করছে।
' এস আই টুটুল জানান, গত ২০
জুলাই হুমায়ূন আহমেদের মৃত্যুবার্ষিকীতে চ্যানেল আইতে একটি লাইভ অনুষ্ঠানে
গাইতে গাইতেই গানটির সুর করেছেন তিনি। টুটুল বলেন, 'স্যারকে নিয়ে একটা গান
গাইতে পেরেছি, বলা যায় শিল্পী হিসেবে এটা আমার শ্রেষ্ঠ একটি কাজ।' এই গানটি
ছাড়াও আরও আটটি গান থাকছে টুটুলের নতুন অ্যালবামে। অ্যালবামের দুটি গানের
সুর করেছেন জেকে, সাতটি গানের সুর করেছেন টুটুল নিজে। কম্পোজিশন করেছেন
জেকে।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন