, , No Comments

আজ ঢাকায় আসছে বিশ্বকাপ ক্রিকেটের ট্রফি

Logoআপডেট:
বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০১৪




1

এবি-ক্রীড়া ডেস্ক
আগামী
বছর অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০১৫ ক্রিকেট
বিশ্বকাপ। টুর্ণামেন্টের পর্দা উঠার এখনো বাকী আরো ৬ মাস।  তার আগেই
আইসিসির সবকয়টি সদস্য দেশে ভ্রমণ করবে বিশ্বকাপের ট্রফি।
আর এ ভ্রমনের
অংশ হিসেবে আজ বৃহস্পতিবার ঢাকা আসছে আইসিসি ওয়ার্ল্ড কাপ ক্রিকেটের মূল
ট্রফি। শ্রীলংকা ঘুরে আজ রাত ৮টায় ট্রফিটি বাংলাদেশে পৌছবে।পর দিন শুক্রবার
দুপুরে রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে সবার জন্য প্রদর্শন করা হবে এ
ট্রফিটি। ছবি তোলার সুযোগও পাবেন ফ্যানরা।
এদিকে আগামী শুক্রবার
বাংলাদেশের হোম অফ ক্রিকেট মিরপুরে ট্রফি নিয়ে ফটো সেশন করবেন বাংলাদেশ
দলের অধিনায়ক মুশফিকুর রহিম। এরপর ট্রফি যাবে রাজধানীর বসুন্ধরা সিটি শপিং
মলে। সেখানে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত কাপের সাথে ছবি তোলার সুযোগ
পাবেন ভক্ত-দর্শকরা। এরপর সে রাতেই ইংল্যান্ডে চলে যাবে ট্রফিটি। চার মাসে
১২টি দেশ ভ্রমন করার পর ট্রফিটি ৬ নভেম্বর মূল আয়োজক দু’দেশ অস্ট্রেলিয়া ও
নিউজিল্যান্ডে পৌছবে।
আইসিসির প্রধান নির্বাহী ডেবিড রিচার্ডসন
বলেন,‘বিশ্বকাপ ক্রিকেট ট্রফি প্রতিটি ক্রিকেটারের জন্যে একটি স্বপ্ন।
আসন্ন বিশ্বকাপের আগে সকল দলকে এই ট্রফি দেখানো হবে। দুইটি সুন্দর দেশে এই
আয়োজন হতে যাচ্ছে।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন