, , No Comments

আজম খানের গান নিয়ে নাটক 'আলাল, দুলাল ও হাজীচান'

Logoআপডেট:
মঙ্গলবার, ২২ জুলাই, ২০১৪




1

এবি প্রতিবেদক
প্রয়াত পপস¤্রাট খ্যাত কণ্ঠশিল্পী আজম খানের গান নিয়ে এবার তৈরি হল ছয় পর্বের বিশেষ ধারাবাহিক নাটক 'আলাল, দুলাল ও হাজীচান'।
মেজবাউদ্দিন
সুমনের রচনায় এটি পরিচালনা করেছেন পল্লব বিশ্বাস। এতে হাজীচানের ভূমিকায়
অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ আর আলাল ও দুলালের ভূমিকায় দেখা যাবে নাঈম ও
মিশু সাব্বিরকে।

এ ছাড়া আরও অভিনয় করেছেন শশী, উর্মিলা শ্রাবন্তী
কর প্রমুখ। মূলত ব্যবসায়ী হাজীচানের গুণধর দুই ছেলে আলাল ও দুলালের নানা
কীর্তিকলাপ নিয়ে নাটকের কাহিনী গড়ে উঠেছে।  ধারাবাহিকটি ঈদের প্রথম দিন
থেকে ষষ্ঠ দিন সন্ধ্যা ৬টা ২০ মিনিটে প্রচার হবে জিটিভিতে।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন