মাইনউদ্দিন পাঠানের কবিতা : তুমি মাঝি সব ভুইলা যাও

, , 1 comment

মাইনউদ্দিন পাঠানের কবিতা : তুমি মাঝি সব ভুইলা যাও

Logoআপডেট:
শনিবার, ০৫ এপ্রিল, ২০১৪









তুমি মাঝি সব ভুইলা যাও
বিহানে কোন গাঙে নাও ভিড়াইছো
কখন ঠাট্রা কর কখন ভ্যাংচি কাটো
কখন সুখ পাও আমারে চেতায়ে। 



তুমি মাঝি সব ভুইলা যাও
কেন আইছিলা সব ভুইলা রাইতে
হাত ধরি কী কইছো যাওনের কালে
কত লোভ কত ভাবে দেহাইছো মিয়া
চলি গেছো কত সুখ গতরে জাগাইয়া। 



তুমি মাঝি সব ভুইলা যাও
কার লাগি কতো সুরে বাজাও বাশী
কার লাগি ভাবি ভাবি হও উদাসী
তুমি আসি সব দেখি যাও ছুয়ে যাও মন
বর্ষা নামিছে ঘরে ফুটেছে কদম। 



তুমি মাঝি সব ভুইলা যাও
মরদের যৌবন শুধু নারীর লাগিয়ে
নারীর যৌবন মিছা না দিলে ছাড়িয়া
চোখের নোনা পানি টেনে নেয় বালি
বল, সোহাগে কে বড় বালি না পানি?

1 টি মন্তব্য:

  1. আমার প্রিয় মানুষ শ্রদ্ধেয় পাঠান স্যার-এর এই লেখাটি আমাকে দারুণভাবে বিনোদিত করে...

    উত্তরমুছুন