ঈদে আসছে হানিফ সংকেতের ‘কানকথার কানামাছি
এবি প্রতিবেদক
‘ইত্যাদি’র পাশাপাশি ঈদে নতুন নাটক নিয়ে দর্শকমহলে ফিরছেন জনপ্রিয় উপস্থাপক ও নির্মাতা হানিফ সংকেত। নাটকের নাম ‘কানকথার কানামাছি’। নাটকের গল্পটি একদিনের ঘটনা নিয়ে নির্মিত হওয়ায় এতে রাতের কোনো দৃশ্য নেই। গ্রামের দুই বন্ধু ও তাদের পরিবারের মধ্যে মধুর সম্পর্ক এবং পরবর্তী সময়ে ছোট্ট একটি ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে আনন্দ-বেদনা, সুখ-দুঃখ নিয়েই এগোতে থাকে এর কাহিনী।
ইতিমধ্যে ঢাকার অদূরে সিঙ্গাইরে ফাগুন নিকেতনে নাটকটির চিত্রায়ন হয়েছে। এতে অভিনয় করেছেন জাহিদ হাসান, আজিজুল হাকিম, মীর সাব্বির, তানিয়া আহমেদ, রুনা খান, শশী এবং আরফান। এ ছাড়াও আছেন-পরেশ আচার্য, ইকবাল, নজরুল ইসলাম, মতিউর রহমান মতি, বাহার, আনিস, ফরিদ, জালালউদ্দিনসহ অনেকে।
‘ইত্যাদি’র পাশাপাশি ঈদে নতুন নাটক নিয়ে দর্শকমহলে ফিরছেন জনপ্রিয় উপস্থাপক ও নির্মাতা হানিফ সংকেত। নাটকের নাম ‘কানকথার কানামাছি’। নাটকের গল্পটি একদিনের ঘটনা নিয়ে নির্মিত হওয়ায় এতে রাতের কোনো দৃশ্য নেই। গ্রামের দুই বন্ধু ও তাদের পরিবারের মধ্যে মধুর সম্পর্ক এবং পরবর্তী সময়ে ছোট্ট একটি ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে আনন্দ-বেদনা, সুখ-দুঃখ নিয়েই এগোতে থাকে এর কাহিনী।
ইতিমধ্যে ঢাকার অদূরে সিঙ্গাইরে ফাগুন নিকেতনে নাটকটির চিত্রায়ন হয়েছে। এতে অভিনয় করেছেন জাহিদ হাসান, আজিজুল হাকিম, মীর সাব্বির, তানিয়া আহমেদ, রুনা খান, শশী এবং আরফান। এ ছাড়াও আছেন-পরেশ আচার্য, ইকবাল, নজরুল ইসলাম, মতিউর রহমান মতি, বাহার, আনিস, ফরিদ, জালালউদ্দিনসহ অনেকে।
নাটকের সূচনা সঙ্গীতের কথা লিখেছেন মোহাম্মদ
রফিকউজ্জামান, সঙ্গীতায়োজন করেছেন মেহেদী। আবহ সঙ্গীত পরিচালনা করেছেন ফরিদ
আহমেদ। নাটকটি ঈদের দিন রাত ৮টা ৫০ মিনিটে প্রচার হবে এটিএন বাংলায়।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন