কবিতা : ষোল আনাই ভূল

, , No Comments

কবিতা : ষোল আনাই ভূল

Logoআপডেট:
মঙ্গলবার, ১৫ জুলাই, ২০১৪




1


ফারুক হোসেন শিহাব



জীবন যখন বুঝতে পারে বাস্তবতার মানে
তখন কেন উল্টো হাটে অতীত অপমানে?
অনিয়মের সবি যখন নিয়ম হয়ে চলে
নিয়ম নিয়ে ক’জন-ইবা সাহস নিয়ে বলে?

স্বপ্ন দৌড়ে হোঁছট খেলে জীবন যেমন থামে
জীবন তেমন ছুটে চলে পরিশ্রম আর ঘামে।
খুব হতাশায় মানুষ যেমন আপন মনে কাঁদে
তেমনি আবার সাহস নিয়ে আশাতে বুক বাঁধে।

যখন দেখে কাছের মানুষ নষ্ট খেলায় মাতে
উষ্ণ হৃদয় অভিমানে হাত রাখেনা হাতে।
স্বপ্নলোভে আবার যখন যার-তার পা চাটে
জীবন মাঝি বৈঠা হাতে ডিঙ্গি ভিড়ায় ঘাটে।

জীবন যেমন চুপিসারে একলা ঘরে কাটে
আধাঁর ছেড়ে আবার যেন আলোর পথে হাঁটে।
এমনি যেন চলছে জীবন সাদা-কালোর ছলে
মায়া-ছায়ার নষ্ট খেলায় হৃদয় তবু গলে।

আশা-বাসা কান্না-হাসা সব হয়ে যায় ইতি
জীবন শুধু দাঁড়িয়ে থাকে সব কিছু হয় স্মৃতি।
স্মৃতি ভেবে সময় কাটে জীবন ভেবে কাজ
বিবেক নামের কাটগড়াতে মিলে আসল সাজ।

জীবন জয়ের ছন্দ-তালে দোলে সবাই বুঝি
সত্যিকারের জীবনটাকে তাইতো খোঁজা-খুঁজি।
সাঁতরে বেড়ায় হাতড়ে বেড়ায় পায়না কিনার-কূল
হিসেব-নিকেশ মিলিয়ে দেখে ষোলআনাই ভুল।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন