, , No Comments

প্রভা দ্বিতীয় বিয়ে করাতে চান স্বামীকেই!

Logoআপডেট: মঙ্গলবার, ২২ জুলাই, ২০১৪
এবি প্রতিবেদক
বিয়ের পর অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার সংসারে কোনো কিছুরই ঘাটতি ছিল না। বেশ সুখেই কেটে যাচ্ছিল প্রভার সংসারজীবন। কিন্তু সন্তানের জন্য প্রভার সুখের সংসারে নেমে এলো অন্ধকার! তাই সন্তানের জন্য স্বামীকে দ্বিতীয় বিয়ে করাতে চান প্রভা। হঠাৎ করেই প্রভা জানতে পারেন তিনি আর মা হতে পারবেন না। 
এর সমাধান হিসেবে স্বামীকে দ্বিতীয় বিয়ে করাতে চান প্রভা। আসছে ঈদের একটি নাটকে এমন চরিত্রেই দেখা যাবে অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে। জিহাদ রহমান হিমেল পরিচালিত এ নাটকটির নাম অপূর্ণতা। 
নাটকে অভিনেতা সাব্বির আহমেদকে দেখা যাবে প্রভার স্বামীর চরিত্রে। সূত্রে জানা গেছে, এরই মধ্যে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে বলে আমার বিনোদনকে জানিয়েছেন নির্মাতা হিমেল। অবশ্য, কোনো চ্যানেলে নাটকটি প্রচার হবে সে বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি বলে জানান তিনি।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন