উপস্থাপিকা মীম
আপডেট:
শনিবার, ১৯ জুলাই, ২০১৪
জনপ্রিয় অভিনয়শিল্পী সাবরীন শাকা মীমকে ঈদে দেখা যাবে উপস্থাপিকার ভূমিকায়। ঈদের একটি ম্যাগাজিন অনুষ্ঠানে উপস্থাপনা করবেন তিনি।
'বৃত্তের বাইরে' শিরোনামের অনুষ্ঠানটি প্রযোজনা করবেন মাহফুজা আক্তার।
এতে অংশ নিবেন পর্দার জনপ্রিয় তারকারা। তাদের মধ্যে রয়েছেন মামুনুর রশীদ, রহমত আলী, খায়রুল আলম সবুজ, ওয়াহিদা মল্লিক জলি, ফজলুর রহমান বাবু, কবীর বকুল, শিবলী মোহাম্মদ, মীর সাব্বির , চঞ্চল চৌধুরী, ফারজানা ছবি, নিসা প্রমুখ। এ অনুষ্ঠানে অভিনয়শিল্পীদের গানে, গানের শিল্পীদের অভিনয়ে কিংবা নাচে দেখা যাবে। অনুষ্ঠানটি উপস্থাপনা প্রসঙ্গে মীম বলেন, 'উপস্থাপনা নিয়ে এক ধরনের আগ্রহ আগে থেকেই ছিল। এখন যেহেতু সময় মেলানো যায় তাই প্রস্তাব পেলে উপস্থাপনা করছি। 'বৃত্তের বাইরে' অনুষ্ঠানটি প্রচার হবে ঈদের পরদিন বাংলাদেশ টেলিভিশনে।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন